তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার শনির হাওরের সাহেবনগর থেকে লালুয়ার ঘোয়ালা পর্যন্ত নির্মাণাধীন দুই কিলোমিটার (সাউথ কুরিয়ান) পাইলট প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন করেন তিনি।
এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রুপম আখুঞ্জি, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বাবুল শনির হাওরের বাঁধগুলো পরিদর্শন করে বাঁধের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি জানান, হাওরের বাঁধগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি বাঁধের কাজে আংশিক ত্রুটি রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট পিআইসির মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এছাড়াও হাওরের বাঁধগুলো টেকসই করতে তাহিরপুরে দুই কিলোমিটার পাইলট প্রকল্পের কাজ চলমান। আশা করছি এই প্রকল্পের কাজে সফলতা আসলে হাওর রক্ষায় টেকসই বাঁধের পরিকল্পনা গ্রাহণ করবে সরকার।
Devoloped By WOOHOSTBD