স্টাফ রিপোর্টার-
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্লাবের সকল সাংবাদিক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ডাঃ মনা সাংবাদিক এবং অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের আস্থার আশ্রয় স্হল এর জায়গা দখল করেছেন।
দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড প্রতিষ্ঠিত করেছেন। যার মাধ্যমে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে ইয়োগা প্রশিক্ষণ দিয়ে চলেছেন।
দেশ-বিদেশ খ্যাত স্বনামধন্য অলরাউন্ডার হোমিওপ্যাথিক চিকিৎসক, লেখক, ত্যাগী সফল সংগঠক, হোমিওপ্যাথির অতি সুপরিচিত বৃহৎ সংগঠন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের (প্র) অধ্যক্ষ, দৈনিক হালচাল নিউজ ডটকম পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার আজ শুভ জন্মদিন।
“ডাঃ কামরুল ইসলাম মনা” শুধু একটা নাম নয়,একটা ব্রান্ড। সাংবাদিকতায়, ইয়োগায়, এবং হোমিও সমাজের জন্য তিনি সত্যিই আর্শিবাদ। তার মমতার ছায়া পাইনি খুব কম মানুষ -ই আছে। তার শত্রুরা ও সেই ছায়া থেকে বঞ্চিত হয় নাই। সকলকে সাথে নিয়ে চলতে তিনি ভালোবাসেন। সত্যিই তিনি দুরদর্শী সম্পন্ন। কত সহজে কঠিন কাজ গুলোর সমাধান করে ফেলেন তার উদাহরণ অসংখ্য। সাংবাদিক, ইয়োগা এবং হোমিও সমাজের জন্য নিরলস ভাবে কাজ করে চলেছেন। তিনি অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত।
শুভ এই জন্মদিনে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, দৈনিক হালচাল, এবিসি ন্যাশনাল নিউজ, দৈনিক সত্যের দর্পন, দৈনিক ভেড়ামারা নিউজ এর পক্ষ থেকে সকল সাংবাদিকবৃন্দ ডাঃ মনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD