নিজস্ব প্রতিনিধি – ডাঃ অজয় দাস একজন ভালো চিকিৎসকই নয়! একজন নিঃস্বার্থ ভালো উদার মহৎ মনের মানুষ। কলকাতার স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ অজয় দাস। তার সাথে ঢাকার ডাঃ মিনার মাধ্যমে মোবাইলে পরিচয় হয়েছিল ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ভেড়ামারা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনার। ডাঃ মিনা দেশ-বিদেশ খ্যাত হোমিওপ্যাথিক স্বনামধন্য চিকিৎসক দেশের বৃহৎ হোমিওপ্যাথিক সংগঠন হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান ডাঃ কামরুল ইসলাম মনা সম্পর্কে তাকে প্রথম ধারণা দেয়। স্বল্প সময়ের পরিচয়। সাক্ষাৎ এর শুরুতেই তিনি বুকে জড়িয়ে নেন। তার অমায়িক ব্যবহার, উদারতা, বন্ধুসুলভ আচরণ, আতিথেয়তা, চেম্বার বন্ধ রেখে সময় দেওয়া এটা সত্যি কলকাতার মানুষ হিসেবে বিরল।
গতকাল খুব বৃষ্টি হচ্ছিল। তার সাথে বালি গঞ্জে যোগের একটা ক্লাসে ডাঃ মনার যাওয়ার কথা ছিল। ক্লাস সকাল ৭ টায় শুরু। যেহেতু ডাঃ মনা আছে মুকুন্দপুর এ আর ডাঃ অজয় দাস কলকাতায়, দুরত্ব অনেক পথের। রাত থেকে বৃষ্টি হয়ে চলেছে। সকালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা ডাঃ অজয় দাস স্যার কে ফোন করে বলেন, স্যার বৃষ্টি হচ্ছে ক্লাস আজ বাদ থাক। স্যার বললেন চিন্তা করোনা বৃষ্টিতে বাইক বের করতে পারছিনা কিন্তু গাড়ি ঠিক করেছি, গাড়ি আসছে আমি বের হচ্ছি আপনি দাঁড়ান। বৃষ্টি মাথায় স্যার গাড়ি রিজার্ভ করে সুদুর কলকাতা থেকের আসলেন, আমাকে নিয়ে বালি গঞ্জে যথাসময়ে Shiv Mishra যোগ গুরুর Yoga sea তে নিয়ে গেলেন এবং যোগ গুরু Shiv Mishra এর সাথে পরিচয় করিয়ে দিলেন। Shiv Mishra বাংলা জানেননা বিধায় হিন্দিতে আমার অবস্থান আমার কার্যক্রম সব তুলে ধরলেন। যোগ কে বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য যোগ নিয়ে ব্যাপক আলোচনা করেন। সরেজমিনে ক্লাসও পরিদর্শন করেন। Shiv Mishra ও খুব মজার মানুষ। যোগই তার সাধনা।
পরিশেষে yoga sea থেকে বের হয়ে নাস্তা করান। ডাঃ অজয় দাস স্যার আমাকে নামিয়ে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে শুভ কামনা জানিয়ে বৃষ্টি মাথায় বিদায় নিলেন। তার স্বল্প সময়ের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। সত্যি তিনি বড় মনের মানুষ। আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন।
Devoloped By WOOHOSTBD