দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।বিকেল ৩টায় শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে সম্মাননা স্মারক, ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করে উপজেলা আওয়ামী লীগ।
এরপর পর্যায়ক্রমে হাজারো দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
Devoloped By WOOHOSTBD