আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পরে গন সংযোগে ব্যস্ত সময় পার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম হাজরা।
আজ শুক্রবার সকালে (২৭জানুয়ারি) পৌরসভার ভোটারদের সাথে কৌসল বিনিময় এবং লিফলেট বিতরণ করেন।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নূরে আলম হাজরা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন হাওলাদার লিটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা,সাবেক কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে অহিদুল ইসলাম হাজরা বলেন,আমি আপনাদের ভোটে নির্বাচিত সাবেক পৌর মেয়র। বিগতদিনে আমি কোটালীপাড়া পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদের তত্বাবধানে পৌর সভার দৃশ্যমান উন্নয়ন করেছি।পৌরসভার ভোটাররা আমাকে ভোট দিয়ে দুই বার পৌর বসির সেবাকরার সুযোগ করে দিয়েছিলেন।আমি সততার সহিত পৌর বাসিকে সেবা করার জন্য নিরলস ভাবে কাজ করে গেছি।আমি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রথম কোটালীপাড়া পৌরসভায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক স্থাপন করেছি। আমার সময় পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় এবং সর্বশেষ আমি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীতকরণ করেছি। আবার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।আবার যদি বাংলাদেশ আওয়ামিলীগ অমাকে মনোনীত করে সেবা করার সুযোগ দেয়।তাহলে আমি পৌরসভাকে মননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তুলব।
উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ও ২০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোট হবে ইভিএম এর মাধ্যমে। #
Devoloped By WOOHOSTBD