মীর আব্দুর রাজ্জাক –
ক্রীড়া দেয় সুস্থ দেহ সুন্দর মন,আর দেয় বিনোদন, সকলকে বিনোদন দিতে অগ্রণী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া অঞ্চল ও কুষ্টিয়া চাউলকল ক্রিকেট একাদশের যৌথ উদ্দ্যোগে ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় পোড়াদহ ক্রীড়া সংস্থার মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া অঞ্চলের সকল নির্বাহী এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, পোড়াদহ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান হাজী মোঃ ফারুকুজ্জামান জন, পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্যদা প্রসাদ মহন্ত কার্তিক,কুষ্টিয়ার বিভিন্ন চাউলকল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, পোড়াদহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় সুধীজন ও ক্রিকেট প্রেমী অসংখ্য দর্শকবৃন্দ। শুরুতে টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া চাউলকল ক্রিকেট একাদশের অধিনায়ক মোঃ হোসেন। আঠারো ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে কুষ্টিয়া চাউলকল একাদশ। জবাবে ১০৬ রানের টার্গেট নিয়ে মাঠে নামে অগ্রণী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া, শাখা, কুষ্টিয়া। অগ্রণী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া শাখার অধিনায়ক এজিএম এনামুল হকের নেতৃত্বে কুষ্টিয়া চাউলকল একাদশকে চাপে ফেললেও চাউলকল একাদশের ১৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় রিয়ানা এন্টারপ্রাইজের ম্যানেজার মাসুদ রানা টবলুর অনবদ্য ব্যাটিংয়ে সে চাপ কাটিয়ে উঠতে সফল হয়। দ্বিতীয় ইনিংসের শুরুতেই কুষ্টিয়া চাউলকল একাদশের প্রচণ্ড চাপের মুখে পড়ে অগ্রণী ব্যাংক লিমিটেড কুষ্টিয়া অঞ্চল, প্রচন্ড চাপের মুখে তাদের সংগ্রহ দাড়ায় ১৮ ওভারে ১০ উইকেটে মাত্র ৮৫ রান।ফলে কুষ্টিয়া চাউলকল একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলা শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ব্যাংক এবং চাউলকলের এমডিসহ কর্মকর্তাবৃন্দ, সবশেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন। আসাদ ও হাবিবের ধারাভাষ্যে খেলাটি পরিচালনা করেন, মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ রিয়েল।
Devoloped By WOOHOSTBD