শরৎ কালে নীল আকাশে
সাদা মেঘেরা ভাসে।
শরৎ কালে নদীর কুলে
শিউলি ফুলেরা হাসে।
শরৎ কালে নদীর বুকে
পাল তুলে চলে মাঝি।
অজানা দেশে দেয় পারি,
সকল কিছু নেয় সাজি।
শরৎ কালে পাখিরা উড়ে
নদীর কুলে কুলে।
প্রজাপতিরাও উড়ে চলে,
শিউলি ফুলে ফুলে।
শরৎ কালে হালকা হওয়ায়,
নদীতে ঢেউ খেলে।
শরৎ কাল আমাদের মাঝে,
ফিরে আসুক বারে বারে।
Devoloped By WOOHOSTBD