ভালোবাসার কোনো সঙ্গা নেই
হয় তো দীর্ঘশ্বাস ফেলে
ভুলের যাওয়ার তীব্র চেষ্টা করেও
ভুলতে না পারা।
ব্যাস্তো রাতে ফোন কল,SMS এ কথার ধ্বনি উচ্চারিত হাওয়া,
হয় তো এই,,,,এটাই এক বুক ভালোবাসা।
হাজারো ব্যাস্তোতার মাঝে এক বিন্দু
সময়
প্রিয় মানুষকে দেখার যে অতৃপ্ত আকাঙ্ক্ষা
হয় তো তার নাম ভালোবাসা।
শত শব্দের কোলাহলে ভেসে আসা
মৃদু হাল্কা সেই কণ্ঠধ্বনি
হৃদয় পীঠে যেই ঝংকার দেই
হয় তো তার নাম ভালোবাসা।
Devoloped By WOOHOSTBD