আলো মিডিয়া গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা থেকে প্রকাশিত আজকালের আলো পত্রিকার সাহিত্য সম্মাননা ২০২৪ পাচ্ছেন ভারত বাংলাদেশের ১৪ জন নারী পুরুষ।
সাহিত্য বিষয়ক নিয়মিত লেখা কবিতা গল্প ছড়া সহ বিভিন্ন ধরনের লেখার জন্য চলতি বছরে মোট দু-দেশের ১৪ জন নারী পুরুষ লেখক লেখিকা এ সম্মাননা স্বারক পাবেন।
সম্মাননা স্মারক গ্রহণকারীদের নামঃ
★কলকাতার ঈশিতা দাস অধিকারী।
★ভারতের পশ্চিমবঙ্গের সৌমেন্দু লাহিড়ী।
★ভারতের কোচবিহারের প্রিয়াংকা নিয়োগী।
★পঞ্চগরের সুমন রহমান।
★চট্টগ্রামের তাইরান আবাবিল।
★বগুড়া জেলার গাবতলী থানার আমিন হাসান মোল্লা।
★লালমনিরহাট হাতীবান্ধার মোঃ জাবেদুল ইসলাম।
★সিলেটের মৌলভীবাজারের শেখ শাহ্ জামাল আহমদ।
★সিলেটের জকিগঞ্জের হাঃ নাসির গাজী।
★ঢাকা গাজীপুরের শাহজালাল সুজন।
★সিরাজগঞ্জের মহসিন আলম মুহিন।
★বরিশালের চিত্রশিল্পী মিলন বিশ্বাস।
★খুলনার মোঃ রহমত আলী।
★খুলনার নিশাত তাবাসসুম।
আমাদের বাছাইকৃত সম্মাননা স্মারক ব্যক্তিদের অবস্থান বিভিন্ন জায়গায় তাই আমরা অনুষ্ঠানটি ৩টি স্থানে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।
★আগামী ২০শে এপ্রিল শনিবার সন্ধ্যা ৬ টায় প্রথম অনুষ্ঠান খুলনা আর্ট একাডেমিতে অনুষ্ঠিত হবে।
৩৬, ইকবাল নগর আয়েশা কটেজ খুলনা।
01716-570062
★২য় অনুষ্ঠান সিলেটে
★৩য় অনুষ্ঠান হবে ঢাকায়
প্রথম অনুষ্ঠানের পরে ২য় ও ৩য় অনুষ্ঠানের তারিখ সবাই কে জানিয়ে দেওয়া হবে।
বিঃদ্রঃ উক্ত অনুষ্ঠানে মনোনীত সবাই কে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
আহমেদ হোসাইন ছানু
প্রতিষ্ঠাতা পরিচালক
আলো মিডিয়া গ্রুপ ঢাকা।
যেকোন তথ্যের জন্য ০১৭১৫-৯০৭২২১
Devoloped By WOOHOSTBD