আমার জগৎ ছোট। ওখানে কোন অচেনা ছোঁয়া নেই। দাম্ভিকতার চেয়ে আন্তরিকতা, অহংকারের চেয়ে নমনীয়তা ভালো লাগে। তর্কে না জড়িয়ে চুপ থাকতে ভালো লাগে। অর্থের চেয়ে আত্মার টান ভালো লাগে। ইনবক্সের ওই ‘কেমন আছো’ সান্তনা মেসেজের চেয়ে ভালো লাগে হুট করে একদিন দেখা করা।
আমি বিশ্বাস করি, নিজের জায়গায় সৎ থাকি। আমি জিততে চেয়ে বার বার হেরে যাই, আমি পূনরায় চেষ্টা করি। নিজের ভেতর ভাঙি, নিজের চোখের জল নিজের হাতেই মুছতে জানি। যেই জায়গায় থাকি সেখানে শেঁকড় গেঁড়েই থাকি, যেই জায়গা থেকে উঠে আসি সে জায়গাতে ভুল করেও রেখে আসিনা এক মুঠো মাটি।
ফুল গাছ ভালো লাগে, গাছে জল দিতে ভালো লাগে, ভালো লাগে রঙ চা নিয়ে একলা একলা বই পড়তে। সমুদ্রের ঢেউ ভালো লাগে, পাহাড়ের সবুজ ভালো লাগে, ভালো লাগে ঘুম না আসার রাত্তিরে আগুন ভরা নক্ষত্রের আসমান। আরও ভালো লাগে আমার মায়ের কোল। আর সবচে বেশি ভালো লাগে মানুষকে বিশ্বাস করে ঠকে যেতে।
যদিও এমন মানুষদের অনেকে এক কথায় ক্ষ্যাত বলে। তবুও আমি আমার ক্ষ্যাতমার্কা জীবনকে বড় ভালোবাসি। আমার এই আমিটাকে আমার কাছে ভালো লাগে। এ আমিটা আমাকে অনুভব করায়, জীবন অপার্থিব সুন্দর।
Devoloped By WOOHOSTBD