— ডাঃ কামরুল ইসলাম মনা
টাকা তুমি কি? তুমি এত নিষ্ঠুর কেন? আজ তোমারই জন্য মানুষ কতই না পরিশ্রম করে, চুরি, ডাকাতি, রাহাজানি করে। নিজের সতীত্ব পর্যন্ত বিক্রি করে! সত্যি টাকা তুমি কি? আজ তোমারই জন্য কত মা সন্তান কে হারিয়েছে, কত স্ত্রী তার স্বামী কে হারিয়েছে,,। টাকা তুমি কি? আজ তোমারই জন্য মানুষে মানুষে এত বিভেদ, উঁচু নিচুর পরিচয়। টাকা তুমি কি? ছলনাময়ী নাকি সর্বগ্রাসী? চারিদিকে শুধু টাকা আর টাকা। আরে টাকা আজ তোমারই জন্য আমি আমার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি।যদি তুমি আমার হাতে থাকতে তাহলে তো আমাদের ফেরত আসতে হতো না। আমার প্রিয়তমা স্ত্রী কে ও হারাতে হতো না।
টাকা সবাই তোমাকে ভালবাসলেও আমি আজ তোমাকে ঘৃণা করি। তোমার জন্য আজ আমার প্রিয়তমা স্ত্রী আমার জীবন থেকে হারিয়ে গেছে। তুমি নেই বলে সমাজের
তুমি নেই বলে সমাজের সবাই আমাকে অপমানিত, লাঞ্চিত করলো টাকা তুমি এতো নিষ্ঠুর কেন? তুমি আমার না থাকলেও তো আমরা সুখীই ছিলাম,আজ তোমারই জন্য পাল্লার মাফকাঠিতে আমি হেরেগেলাম। আমার প্রিয়তমা স্ত্রীকে তোমারই অভাবে সবাই আমার জীবন থেকে কেড়ে নিল।জানো টাকা তোমার প্রতি তো আমার লোভ ছিল বা যা বাকা ভাবে জীবন যাপন করতে যৎ পথে যতটুকু দরকার তাই চেয়েছি। অতিরিক্ত আশাতো কখনও করিনি। টাকা তুমি কেন আমার ভাগ্যে নিয়ে এমন খেললে? তুমি যদি আমার হতে তাহলে তো আমার স্ত্রীকে হারাতে হতো না। তোমাকে যে কি বলবো তার কোন ভাষা খুঁজে পাচ্ছি না, যে টাকা আমার জীবন থেকে আমার প্রিয়তমা স্ত্রীকে কেড়ে নিয়েছে। আমাকে সর্বশান্ত করেছে? সেই টাকা আমি চাই না। আরে টাকা আমিও চেষ্টা করলে কালো পথে তোকে পেতে পারি কিন্তু আমার প্রিয়তমার নিষেধ যেন অসৎ পথে না যায়। তাকে তোর জন্য পায়নি সত্য,তাই বলে আমার সেই স্ত্রীর কথাকে তো অবমাননা করে তাকে ছোট করতে পারিনা, শোন টাকা তোকে আমি ঘৃণা করি তুই শুধু মানুষের মুখই দিবনা মুখ শান্তিকে কেড়েও নিয়, তুই রাস্তায় তোকে আমি চাইনা, তুই আমার জীবন থেকে আমার স্নেহের স্ত্রীকে কেড়ে নিয়েছিল, সেই স্ত্রী ছাড়া তোকে আমার প্রয়োজন নাই। তুই নিষ্ঠুর, পাষাণ, তোর কোন ধর্ম নাই।টাকা সত্যি তুমি কি বলোতো? জানো প্রিয়তমা আজ টাকা না থাকায় তোমাকে হারাতে হল,আমার সমস্ত অনুভূতি আজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। তুমি আমাকে ক্ষমা করো তুমি ছাড়া যে আমার কিছুই ভালো লাগে না। কি নিয়ে বাঁচবো আমি তুমি বলো?
Devoloped By WOOHOSTBD