সোনারগাঁ থানা রোডে মিশুক ও সিএনজি দূর্ঘটনায় চালক এবং যাত্রী গুরুত্ব আহত হয়েছে। হত বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এই দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিষিদ্ধ তিন চাকার যানবাহন অটোরিকশা মিশুক সরকারি কোন প্রকার অনুমোদন ছাড়াই নিয়ম কানন না মেনেই নিজেদের ইচ্ছে মত চলাচল করছে আর তাতেই ঘটছে দূর্ঘটনা। সোনারগাঁ থানার নিকট আয়েশা-আমজাদ হাসপাতালে সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হঠাৎ অটো ব্রেক করার কারণে একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিছনে বসা এক যাত্রীর পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, আরেকজনের হাত ভেঙে গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে এলাকা বাসী সোনারগাঁ উপজেলা সহকারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। রোগীদের অবস্থা অবনতি দেখে কর্তব্য রত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
উপস্থিত কয়েকজন জানান এমন দৃশ্য সত্যিই হৃদয় বিদারক। এক মুহূর্তের অসচেতনতা, একটুকু অবহেলা—কত পরিবারকে যে গভীর দুঃখে নিমজ্জিত করে দেয়, তার হিসাব নেই।
আল্লাহ আমাদের সবাইকে এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে হেফাজত করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।
সবাইকে অনুরোধ, সড়কে চলাচলের সময় ধৈর্যশীল ও সচেতন হই—একটি সচেতনতা বাঁচাতে পারে বহু জীবন। জীবনের তাগিদে উপার্জন করতে ব্যাটারী চালিত রিক্সা বর্তমানে রাস্তা চলাচল কঠিন হয়ে পড়েছে।
Devoloped By WOOHOSTBD