এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।
সীতাকুণ্ড উপজেলার মগ পুকুর এলাকার চৌধুরী বাড়ির সন্তান মোঃ আবু বক্কর চৌধুরী।বয়স প্রায় ষাটের কাছাকাছি।পিতা মরহুম হুমায়ুন কবির চৌধুরী।দীর্ঘ ১৩ বছর প্রবাস জীবন শেষে হারবাল চিকিৎসালয়ে পূর্ব অভিজ্ঞ আবু বক্কর চৌধুরী দেশে এসে “বাংলাদেশ বোর্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক সিষ্টেমস অব মেডিসিন” কোর্স সম্পর্ণ করে প্রতিষ্ঠা করেন চৌধুরী হেলথ কমপ্লেক্স হারবাল চিকিৎসা কেন্দ্র।শুরু করেন হেকিমি চিকিৎসা কার্যক্রম।এলাকায় পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ডাঃহেকিম মোঃআবু বক্কর চৌধুরী হিসেবে।হেকিম আবু বক্করের কাছে চিকিৎসা নিতে ছুটে আাসছেন উপজেলার প্রত্যন্ত অন্চল থেকে বিভিন্ন শ্রেণীর লোকজন।তারমধ্যে অধিকাংশই রয়েছে অসহায়,দঃস্হ ও খেটে খাওয়া মানুষ।এদের মধ্যে অনেকে অর্থের অভাবে কোথাও চিকিৎসা করাতে পারেন না আবার অনেকে দীর্ঘ দিন রোগ ভোগে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে থেকে ফেরত এসে হেকিম আবু বক্কর চৌধুরীর শরণাপন্ন হন।
উনি কারো কাছে টাকার ডিমান্ড করেন নাএবং কোন রোগী টাকা দিতে অপরাগ হলে জোর করেন না।বিনা টাকায় ও অনেক কে চিকিৎসা দিয়ে আসছেন।আস্তে আস্তে এলাকায় সবার কাছে মানবিক ডাক্তার হিসেবেও খ্যাতি তৈরি হয় ডাঃ হেকিম আবু বক্কর চৌধুরীর।এছাড়াও ডাঃ হেকিম আবু বক্কর চৌধুরী একজন মানবাধিকার কর্মী।তিনি ব্যাক্তিগত ভাবে একজন সৎ,ন্যায়-পরায়ণ ও প্রতিবাদী স্বভাবের মানুষ।ডাক্তারী পেশার পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘ ২০ বছর ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।তিনি বলেন,সমাজের নির্যাতিত ও অসহায় অধিকার বন্চিতদের জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন সীতাকুণ্ড উপজেলায় দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে এ সময় আমরা অনেকের জায়গা জমি অবৈধ দখলবাজ থেকে মুক্ত করেছি এবং নির্যাতিত ও অসহায় অধিকার বন্চিতদের পাশে থেকে কাজ করেছি এবং আগামীতও করে যাব।
Devoloped By WOOHOSTBD