কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সন্তান মোঃ আছানুল হক দীর্ঘ ৯ বছর যাবত সাংবাদিক হিসেবে মানুষের কল্যানে কাজ করে আসছেন।
২০১৩ সালে আছানুল হক সাপ্তাহিক আদিবাসীরা অধিকার পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। ২০১৫ সালে দেশের প্রথম সারির আই পি টিভি ৭১ বাংলা টিভিতে দৌলতপুর প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পান।
পর পর ১৮ ও ১৯ সালে ৭১ বাংলা টিভির প্রতিবেদনে সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন।
২০২১ ও ২০২২ সালে নিউজের সব ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক নির্বাচিত হওয়ায় তাকে স্টাফ রিপোর্টার হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
এ বিষয়ে আছানুল হক বলেন, আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় ৭১ বাংলা টিভি অফিস থেকে আমাকে পদোন্নতির বিষয়টা নিশ্চিত করছে। তিনি এ সময় বলেন, আমার পদোন্নতি এলাকার সাধারণ মানুষের জন্য সম্ভব হয়েছে। মানুষ ৭১ বাংলা টিভি দেখে বলেই আজ আমার পদোন্নতি হয়েছে। আমি সকল মানুষের কাছে দোয়া প্রার্থী।
Devoloped By WOOHOSTBD