ভেড়ামারা প্রতিনিধি –
কুষ্টিয়া ভেড়ামারার কৃতি সন্তান ও জাতীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর এর এমপি জনাব মাহবুব উল আলম হানিফ ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি কুষ্টিয়া ২ ভেড়ামারা-মিরপুর এর জনপ্রিয় নেতা হাসানুল হক ইনু এমপি মহোদয় এর নিকট ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর পক্ষ থেকে ৩ দফা দাবি করেছেন জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে। জনস্বার্থে দাবী গুলো হলো-
১. মুক্ত মঞ্চ
২. যোগ (ইয়োগা), জিমনেশিয়াম ভবন
৩. সুইমিংপুল
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন,
ভেড়ামারাতে সমাবেশ করার কোন জায়গা না থাকায় বাসস্ট্যান্ডে সমাবেশের আয়োজন করায় চরম জনদূর্ভোগের স্বীকার হয় সাধারণ মানুষ। বিধায় অবিলম্বে ভেড়ামারাতে সমাবেশের জন্য একটি মুক্ত মঞ্চ করার জোর দাবী জানিয়েছেন।
ভেড়ামারা বাসীর স্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে যোগা (ইয়োগা) সেন্টার / জিমনেশিয়াম ভবন নির্মাণ করার জোর দাবী জানিয়েছেন।
সাঁতারে দেশের মধ্যে কুষ্টিয়া কৃতিত্ব অর্জন বয়ে আনলেও ভেড়ামারার মানুষের জন্য সাঁতার শেখানোর জন্য কোন সুইমিং পুল নেই, বিধায় অবিলম্বে একটি সুইমিংপুল নির্মাণ করার ও জোর দাবী জানিয়েছেন।
উপরোক্ত ৩ টা বিষয়ের কথা সুবিবেচনা করে অবিলম্বে ভেড়ামারাতে উক্ত প্রতিষ্ঠান ৩ টা স্হাপনের জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব এবং ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর পক্ষ থেকে জোর দাবী জানিয়েছেন।
Devoloped By WOOHOSTBD