মোঃ সাজেদুল ফরাজি – পৃথিবী এখন হাতের মুঠোয়, নেট দুনিয়ায় সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেইসবুক। এই সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে সুফল যেমন বয়ে এনেছে, তেমন অনেক ক্ষেত্রে ক্ষতির ও কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে অতি সহজে একটা অ্যাকাউন্ট খুলে বিশ্বের যে কোন জায়গা যোগাযোগ করা অতি সহজ। এতে সুবিধা পাচ্ছে সবাই যারা ভালো কাজে ব্যবহার করছেন তারা, আবার যারা অসাধু কাজে ব্যবহার করছেন তারাও। কিছু সংখ্যক দুষ্কৃতকারীরা সুযোগ পেয়ে অসদুপায় অবলম্বন করছেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে। যেমন এই প্লাটফর্মে অ্যাকাউন্ট খুলতে তেমন কোন তথ্য প্রদান করা লাগেনা যার জন্য ফেক অ্যাকাউন্ট খুলে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে অসাধু কিছু মহল। এই ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তারা সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে ,যৌনতা পূর্ন ছবি কিনবা ভিডিও পোষ্ট করে যৌনতাই উৎসাহিত করে যুব সমাজ কে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। যার কারনে ধর্ষণ ইভটিজিং এর মত অপরাধ সংঘটিত হচ্ছে।এর মাধ্যমে সাধারণ জন নিরাপত্তা ও হুমকি মুখে । সামাজিক কিছু অপকর্মে অতি দ্রুত অন্য দেশ বা দুষ্কৃতিকারীদের সাথে সহজেই যোগাযোগ স্থাপন করার কারনে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ধংসের দিকে যাচ্ছে যুব সমাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানান যাচ্ছে যে একজন নাগরিকের NID কার্ডের সঠিক তথ্য সংযোজন ছাড়া ফেইসবুকে কোন অ্যাকাউন্ট খুলতে না পারে সে দিকে বিশেষ ভাবে নজরদারিতে রাখার জন্য।
Devoloped By WOOHOSTBD
I now offer contact form blasting service. With my DFY service you can either do a targeted blast to only websites that match your criteria or bulk blast large volumes of sites worldwide. Prices start at just $50 to reach 500,000 bulk sites. Contact me at my email or skype below for details.
P. Stewart
Skype: live:.cid.e169e59bb6e6d159
Email: ps8444@gomail2.xyz
sildenafil 50mg brand name