ভেড়ামারা প্রতিনিধি- ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সম্মানিত আইন বিষয়ক সম্পাদক দৈনিক মুক্তবার্তা পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ও দৈনিক হালচাল নিউজ এর স্টাফ রিপোর্টার ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর মহিলা ট্রেইনার, প্রজ্ঞা হোমিও কর্ণার এর স্বত্বাধিকারী ডাঃ সাধনা রাণী দীর্ঘদিন এনিমিয়া এবং পিত্তপাথুরীর সমস্যা জর্নিত কারণে অসুস্থ হয়ে সনো টাওয়ার এ চিকিৎসাধীন থাকায় বৃহস্পতিবার অপারেশন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ডাঃ সাধনা রাণীর জন্য মহান আল্লাহর কাছে রোগমুক্তি কামনা করছি এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে হাসিমুখে ফিরে আসেন।
হে আল্লাহ তুমি আমাদের সহযোদ্ধা কে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও এবং তার পরিবারের সকলকে চিন্তা, পেরেশানি মুক্ত করে দাও। আমিন। ছুম্মা আমিন।
Devoloped By WOOHOSTBD