সাংবাদিক রাসেল আহমেদ সাগরের পিতার ১২ তম মৃত্যু বার্ষিকী আজ
Muntu Rahman
/ ৪৬
Time View
Update :
সোমবার, ১৩ মে, ২০২৪
Share
স্টাফ রিপোর্টার
আজ বিশিষ্ট সাংবাদিক, ছড়াকার, কবি, গীতিকার সুরকার, সমাজ সেবক ও সগঠক রাসেল আহমেদ সাগরের পিতার ১২ তম মৃত্যু বার্ষিকী। ২০১২ সালের ১৩ই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যু বরন করেন।
উনার মৃত্যু তে পরিবারের সবার মাঝে শোকের ছায়া নেমে আসে। প্রতি বছরের ন্যায় এই তারিখে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মৃত্যু কালে তিনি তিন ছেলে চার মেয়ে, ভাতিজা ভাতিজি নাতিন নাতি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মহান আল্লাহ যেনো মরহুম হাজী ছাবির উল্লাহ সাহেব জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং উনার রেখে যাওয়া স্বজন দের নেক হায়াত দান করেন আমিন।