লোহাগাড়া রশিদের পাড়ার কৃতি সন্তান, সাপ্তাহিক মাইনী পত্রিকার সহ সম্পাদক ও সাতকানিয়া লোহাগাড়া পত্রিকার বার্তা সম্পাদক, সোনার মানুষ বইয়ের সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট ও বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণের জন্য মোহাম্মদ আলা উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়রী করেছেন।
১৫ মার্চ, শুক্রবার, সন্ধ্যা ৭টায় লোহাগাড়া থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসার এস আই নাজিমা আক্তারের কাছে এই সাধারণ ডায়রী নতিভুক্ত করেন।
মুটোফোনে মামলার বাদি আব্বাস উদ্দিনকে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন – বিবাদী আলা উদ্দিন বিগত ২বছর যাবৎ তার আইডি ও ফেইক আইডি খুলে মিথ্যা, কাল্পনিক, ভুয়া ও মানহানিকর পোস্ট করতে থাকে। পরবর্তীতে আমার শুভাকাঙ্ক্ষী ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার নির্দেশে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালের (১৯/২৩) মামলা দায়ের করি। মামলার তদন্তে আলা উদ্দিন, আমার ভাইপুত মোহাম্মদ শাহাদাত হোসাইন ও রাকিবুল হোসাইন ফেইক আইডি হতে মানহানিকর পোস্ট,শেয়ার ও কমেন্ট বিষয়ে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ায় মাননীয় আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করলে বিগত ১৩মার্চ আসামীরা ক্ষমা প্রার্থনা পূর্বক জামিন পায়। কিন্তু আসামীরা আমাকে মামলা প্রত্যাহার করতে ভয়প্রীতি প্রদর্শন, রাস্তা-ঘাটে অসৌজন্যমূলক আচরণ সহ মারধর ও লাঞ্চিত করার হুমকি প্রদান করেন। পবিত্র রমজানে মাসে আমার জান মালের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় তাই আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করি। আশা করছি, তদন্ত সাপেক্ষে সত্য বেরিয়ে আসবে এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম মহোদয় এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। আমার দৃঢ বিশ্বাস, আমি ন্যায় বিচার পাব।
Devoloped By WOOHOSTBD