নিজস্ব প্রতিনিধি
বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও হরতালের বিরুদ্ধে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে মিছিলটি বের হয়।পরে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহম্মেদ সহ অনেকেই বক্তব্য রাখেন।
Devoloped By WOOHOSTBD