বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সাংসদ কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহাবুবউল আলম হানিফ এমপি আজ সোমবার বিকাল ৫ টার সময় ভেড়ামারা ১২ মাইল এলাকায় পদ্মা নদী ভাঙ্গনের এলাকা পরিদর্শন করলেন। ১২ মাইল টিকটিকি পাড়া হইতে মসলেমপুর অভিমুখে প্রায় ১.৫০ কিলোমিটার ১০০০০ হাজার মানুষ হুমকির মুখে। তিনি জানান এখন ঈদের ছুটি তাই ঈদের পরপরই প্রোটেকশন এর ব্যবস্হা গ্রহণ করা হবে এবং স্হায়ী ব্যবস্হা গ্রহণের জন্য ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে মাহাবুবউল আলম হানিফ এমপি বলেন, আওয়ামীলীগ দেশী-বিদেশীর কাছে কোন নতি স্বীকার করার মত কোন দল নয়। বিএনপি এখন টেলিভিশনের সামনে জনগণের দৃষ্টি আকর্ষন করে নানান সময়ে উদ্ভট কথাবার্তা বলছেন। বর্তমান সরকার শেখ হাসিনার সরকার ভিত্তি অনেক শক্ত। কোন বিদেশীর অপশক্তি ধাক্কায় ভেঙ্গে পড়বে তা কিন্তু নয়।
বিএনপির এখন কোন অস্তিত্ব নেই, বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা আত্মাসাতের অভিযোগে একজন পলাতক ও একজন কারাগারে আছেন। তাই জনগণ তাদের পক্ষে যাবে না কখনও যেতে পারে না।
এসময়ে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুলসহ জেলা ও স্হানীয় নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD