স্টাফ রিপোর্টার- কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় যুব জোটের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ডে যুবরা লড়বে-নতুন পৃথিবী গড়বে এই শ্লোগান কে সামনে রেখে জাতীয় যুবজোটের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলন সংগ্রাম সাফল্যের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক সু-শাসন চাই। লুটপাট – দুর্নীতি বন্ধ করো, বাজার সিন্ডিকেট বন্ধ করো, বেকার যুবকদের কর্মস্থান নিশ্চিত করো, বেকার ভাতা প্রদান করো,সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করা হোক এই দাবীতে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল প্রমূখ। উপস্থিত ছিলেন জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Devoloped By WOOHOSTBD