• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বম্ভর পুরে ইরা সংস্থার মালালা ফান্ডের মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত ভেড়ামারায় বিদ্যুৎ এর তামাকের অফিস ভাংচুর লুটপাট এবং ফসলের ব্যাপক ক্ষতিসাধিত করেছে কতিপয় দুর্বৃত্তর ভেড়ামারায় পূর্ব শত্রুতার জেরে নাসিমের মা স্ত্রীর উপর হামলা! লুটপাট গাড়ি ও মিটার ভাংচুর ভেড়ামারায় জমির উদ্দিন এর বাড়ি ভাংচুর ও লুটপাট ভেড়ামারায় জনপ্রিয় গণমাধ্যম দেশ চ্যানেল এর চতুর্থ বর্ষ পালিত ভেড়ামারায় সোশ্যাল ইসলামী ব্যাংক আয়োজিত অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ দিরাইয়ের কুলজ্ঞ গ্রামে কৃষিকাজে বাধাঁ,চাষাবাদের যন্ত্রাংশ ছিনিয়ে নেওয়াসহ হুমকি,থানায় অভিযোগ দায়ের জগন্নাথপুর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সর্বস্তরে অন্তত সাইনবোর্ডের ভাষা বাংলা লেখা বাধ্যতামূলক করা হোক — ডাঃ কামরুল ইসলাম মনা সুনামগঞ্জে কর্মী সম্মেলন সফলের লক্ষে জগন্নাথপুর জামায়াতের প্রচার মিছিল

বাগুয়ান ভ্যান চালকের স্ত্রী কে ধর্ষনের চেষ্টা থানায় লিখিত অভিযোগ।

Yeasir Arafat Mifta / ৪৫১ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

বাগুয়ান ভ্যান চালকের স্ত্রী কে ধর্ষনের চেষ্টা থানায় লিখিত অভিযোগ।

দৌলতপুর প্রতিনিধি- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা মাথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে ভ্যান চালক শান্ত হোসেনের স্ত্রী মোছাঃ আনিকা খাতুন কে মাথুরাপুর বাজার পাড়া গ্রামের মৃত আকাল মেকারের ছেলে মোঃ কামাল মেকার গভীর রাতে ভুক্তভোগী একা যেনে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার চিল্লাচিল্লি শুনে এলাকা বাসী টের পেয়ে ছুটে আসে। জনগনের উপস্থিতী টের পেয়ে কামাল মেকার পালাইতে গেলে জনগনের হাতে আটক হয়। কিছু মারপিট করে ছেড়ে দেয় প্রভাবশালীদের নির্দেশে। স্থানীয় ভাবে কোন বিচার না পেয়ে ভুক্তভোগী পরবর্তীতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের কপি হুবহু নিম্নে বর্ণিত হলো। যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোছাঃ আনিকা খাতুন (২১), স্বামী-মোঃ শান্ত হোসেন, সাং-বাগোয়ান কান্দিরপাড়া, ইউপি-মথুরাপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া থানায় হাজির হইয়া আসামী ১। মোঃ কামাল মেকার (৩৬), পিতা-মৃত আকাল মেকার, সাং-মথুরাপুর বাজারপাড়া, ইউপি-মথুরাপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়ার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমার বসত বাড়ির সামনে উক্ত আসামীর সাইকেল মেরামতের দোকান রহিয়াছে। আমার স্বামী ভ্যান চালাইয়া জীবিকা নির্বাহ করে। আমার স্বামী বাড়িতে না থাকার সুবাদে মাঝমধ্যে আমার বাড়ির ভিতর আসিয়া আমাকে কু-প্রস্তাব দেয়। তাহার প্রস্তাবে রাজি না হওয়ায় উক্ত আসামী জোর পূর্বক আমার সহিত যৌন চরিতার্থ করিবে মর্মে হুমকি ধামকি দিতে থাকে। ফলে বিষয়টি আমার স্বামী সহ স্থানীয় লোকজনদের ঘটনার বিষয়ে জানাই। গত ইং-২৫/১২/২০২২ তাং রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার সময় আমার স্বামীর
বসত ঘরে একাকী ছিলাম। সেই সময় উক্ত আসামী আমার বসত ঘরের দরজায় টোকা মারে। তখন আমি ডাক-চিৎকার করিলে আশপাশের সাক্ষী ১। মোঃ রেজাউল বিশ্বাস (৩৮), পিতা-মৃত
সামসুল বিশ্বাস, ২। মোছাঃ ফুলকলি খাতুন (৩৫), স্বামী-মৃত কালু মন্ডল, উভয় সাং-বাগোয়ান কান্দিরপাড়া, ইউপি-মথুরাপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ আরো অনেকে আগাইয়া
আসিলে উক্ত আসামীকে হাতে নাতে ধৃত করে এবং এই ধরনের কর্মকান্ডের জন্য স্থানীয় লোকজন গন পিটুনি দিলে উক্ত আসামী আহত হয়। পরে তাহার লোকজন উক্ত আসামীকে
নিয়া যায়। উক্ত আসামী বিভিন্ন সময় আমাকে খুন জখম করিবে মর্মে হুমকি ধামকি দিতেছে। সেকারনে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহিত আলোচনা করিয়া থানায় অভিযোগ
করিতে বিলম্ব হইল।
অতএব, জনাব উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে মর্জি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD