কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় সমিতি বাজারে বিভিন্ন বাড়িতে এবং বাজারে আশেপাশে দিনে রাতে অবৈধভাবে চড়া মূল্যে বিক্রি হচ্ছে টাপেন্টা-১০০ ঔষধটি। মাদক সেবনকারীরা ইয়াবার পরিবর্তে টাপেন্টা নামক ব্যথানাশক ট্যাবলেটটি নেশার জন্য ব্যবহার শুরু করেছে।
“ক্ষেমিরদিয়াড় সমিতি বাজার শহরের কাছাকাছি – নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে গুটিকতেক ব্যক্তির জন্য এলাকা যুব সমাজ ধ্বংস হচ্ছে ”
এদের কারনে এলাকার মানুষ অতিষ্ঠ” ভাই একটা ব্যাবস্থা নিয়েন,এদের বিরুদ্ধে থানাতেও একাধিক মামলা আছে।
মরণব্যাধি
ফেনসিডিল-ইয়াবার বিকল্প “টাপেন্টা” ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত -বাচ্চু পিতা বাদশা খামারু ।
বাচ্চু ও তার পরিবার সহ মা বাবাও টাপেন্টা বিক্রয় জড়িত।
সাবুল
পিতা মৃত কুব্বাত মালিথা,
সাবুলের বৌউ ছোট মেয়ে টাপেন্টা বিক্রির সাথে জড়িত।
নিমচাঁদ
পিতা মৃত নবির উদ্দিন । সবার বাড়ি ক্ষেমিরদিয়াড় সমিতিমোড় সংলগ্ন।
টাপেন্টা-১০০ মূলত ব্যথানাশক ট্যাবলেট। এই ট্যাবলেট সেবন করলে রিলাক্স ভাব কাজ করে এবং নার্ভাসভাব দূর হয়। তবে অতিমাত্রায় এই ঔষধ সেবন করা ঠিক না। এই ট্যাবলেট সুস্থ মানুষ কিছু দিন ব্যবহার করলে তার মাথাব্যথা, ঝিমুনি ও স্নায়ুবিক দুর্বলতা, তন্দ্রাচ্ছন্ন, শ্বাসকষ্টের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও শরীরে খোসপাঁচড়া দেখা দিতে পারে। একসময় কিডনি জটিলতার আশঙ্কাও রয়েছে।
ফেনসিডিল-ইয়াবার বিকল্প ” টাপেন্টা ” ক্রয় বিক্রয়ের সাথে যুক্তদের হাত থেকে স্থানে যুব সমাজকে বাঁচাতে দ্রুত প্রশাসনের সার্বিক সহযোগিতা ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্থানীয় সাধারণ মানুষ।
Devoloped By WOOHOSTBD