নোয়াখালীর সেনবাগের অধিকাংশ গ্রাম অতি বৃষ্টির কারণে বন্যায় প্লাবিত।
শনিবার (১০ আগস্ট ) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব লালপুর,খানপুর, প: আহাম্মদপুর গ্রাম অতি বৃষ্টির কারণে বন্যার কবলে। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে কোথাও এক হাঁটু কোথাও হাঁটুর উপরে পানি উঠেছে। এমতাবস্থায় প্রায় বাড়ির পুকুর ভেসে গেছে এবং পুকুরের চাষকৃত মাছ গুলো বেরিয়ে গেছে। মৎস্য খামার গুলোর মাছ বন্যায় ভেসে গেছে। মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। অনেকের বসত ঘর, রান্নার ঘর ও গবাদিপশু ঘর ভেঙে পড়েছে। অনেকের বসত ঘরে বন্যার পানি উঠেছে। অনেক পরিবারের রান্না করে খাবার ব্যবস্থাও বন্যার কারণে ধ্বংস হয়ে গেছে।
এরকম বন্যা সেনবাগের প্রায় গ্রামে বহমান। বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্হদের সহায়তার জন্য ক্ষতিগ্রস্হ পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা কামনা করছে।
Devoloped By WOOHOSTBD