• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ক্যাব বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে বক্তারা।। সীতাকুণ্ডে অগ্নিকান্ডে৬ বসতঘর পুড়ে ছাই জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনাসভা অনুষ্টিত লক্ষীপুর জেলা ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ পেলেন সুনামগঞ্জের রাকিব আলী সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু  দৈনিক হালচাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাইফুল ইসলাম মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যাবসায়ীকে জরিমানা ফ্রান্সে নানা আয়োজনে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

নিজ দখলীয় জমিতে বাধা প্রদান

Muntu Rahman / ৩০ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বাসিন্দা
মোঃ রেজওয়ানুল করিম (৫৪), পিতা- মৃত: কেরামত আলী, সাং- বুড়িমারী (০৬ নং ওয়ার্ড), থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট নিম্ন তফসীল বর্ণিত জমি আমার ক্রয়সূত্রে প্রাপ্ত সম্পত্তি। যাহার দলিল নং- ৪৯৬১, তারিখ- ০৯/১২/৯২খ্রিঃ। যাহা আমার নামে রেকর্ড ও পরবর্তীতে খারিজ করিয়া নেই। বিবাদী ১। মোঃ রেজওয়ান হোসেন (৬৪), পিতা- মৃত: আহাদ হোসেন, ২। মোঃ হাবিব (৩৬), পিতা- মৃত: আছিমুদ্দিন, ৩। মোঃ সামছুল হক (৪৫), পিতা- অজ্ঞাত, ৪। মোঃ দেলোয়ার হোসেন (৫০), পিতা- মৃত আইনুল হক, ৫। মোঃ লেবু মিয়া (৪০), পিতা- মৃত: কফিল উদ্দিন, সকলের সাং- বুড়িমারী (০১ নং ওয়ার্ড), থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাটপন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আমার পাড়াপ্রতিবেশী। বিবাদী রেজওয়ান হোসেন এর দখলীয় সম্পত্তির আমার জমির সন্নিকটে থাকায় বিবাদীগনের সহিত নিম্ন তফসীল বর্ণিত জমিজমার বিষয় লইয়া বিরোধ ও মনোমালিন্য চলিয়া আসিতেছে। বিবাদীগন নিম্ন তফসিল সম্পত্তি জোরপূর্বক বে-দখল করার পায়তারা করিতে থাকে। উক্ত ঘটনার বিষয় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করিয়া শালিষ বৈঠকের মাধ্যমে আপোষ মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হই। বিবাদীগন স্থানীয় শালিষ বৈঠক না মানিয়া বিজ্ঞ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা আনায়ন করে। যাহার মামলা নং- অন্য-৪৪/২১ (পাট) বিজ্ঞ আদালত জমির কাগজপত্র পর্যালোচনা করিয়া মামলাটি খারিজ করিয়া দেয়। ঘটনার দিন ০১/১১/২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় উপরোক্ত সকল বিবাদীগন হাতে লাঠি শোঠা, লোহার রড, দা ইত্যাদি লইয়া আমার দখলীয় জমিতে আসিয়া জমিতে থাকা সীমানা খুটি উপরাইয়া ফেলিয়া দেয় এবং জমিতে থাকা টিনের চালা ভেঙ্গে লইয়া যায়। আমি ঘটনার বিষয় দেখিতে পারিয়া বিবাদীগনকে জমিতে থাকা সীমানা পিলার উপরানো এবং টিনের চালা ভেঙ্গে লইয়া যাওয়ার কারন জিজ্ঞাসা করিলে বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হইয়া উঠিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীগনকে গালিগালাজ করিতে বাধা নিষেধ করিলে বিবাদীগন আমাকে মারপিট করার জন্য উদ্দ্যত হয়। এ বিষয়ে সাক্ষী ১। মোঃ রাবিউল ইসলাম (৪৫), পিতা- মৃত: কামাউলা, ২। মোঃ অলু (৪৩), পিতা- মোঃ আঃ মালেক, ৩। মোঃ আবুল কাশেম (৫৫), পিতা- অজ্ঞাত, সকলের সাং-বুড়িমারী (০২ নং ওয়ার্ড), থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাটগন সহ আরো অনেকে ঘটনার বিষয় অবগত আছেন। বিবাদীগন প্রকাশ্যে শাষায় যে, নিম্ন তফসিল বর্নিত জমি তাহারা জোরপূর্বক বে-দখল করিবে এতে কেউ বাধা প্রদান করিলে মারপিট করিয়া লাশ বানাইয়া দিবে বলিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে।

জমির তফসিলঃ জেলা-লালমনিরহাট, থানা-পাটগ্রাম, মৌজাঃ বুড়মারী, জেএল নং-০৫, বিআরএস খতিয়ান নং-২৪৬৬, দাগ নং- ৩৯৭৮ জমির পরিমান ১২ শতক নালিশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD