কুষ্টিয়ার ভেড়ামারায় রহিমা আফসার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থা’র ঐকান্তিক প্রচেষ্টায় নারী ফুটবলে আগ্রহী হচ্ছে ভেড়ামারার নারীরা। উক্ত নারী ফুটবলাররা ফুটবলে আগ্রহী অনেকেই অনূর্ধ্ব–১৪সহ বিভিন্ন জায়গায় খেলে স্বনাম অর্জন করেছেন। তবে নারীদের খেলার ক্ষেত্রে সেভাবে পৃষ্ঠপোষকতা নেই। তারা উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে দেশের ফুটবল অঙ্গণে সাফল্য বয়ে আনবে বলে জানিয়েছেন, তৎকালীন দেশের ক্রীড়া অঙ্গণের অতি সুপরিচিত মুখ অসংখ্য দেশ থেকে পদক জয়ী ক্রীড়াবিদ দেশের গর্ব জাতীয় কোচ ক্যাপটেন আফজাল হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় আতিয়ার উস্তাদ, খসরুজ্জামান ফারুক।
কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাইকেল চালিয়ে গ্যারেজ মাঠে নিয়মিত অনুশীলনে আসতে দেখা যায় শ্যামলী, আলো, অথৈয়,মিটু, ঝুমুরসহ ৩০ জন নারী খুদে ফুটবলারদের কে।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ তরুলতা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, নারী ফুটবলারদের প্রতি সামান্য করলে অসামান্য ফল পাবেন। দেশের নারী ফুটবলের অধিকাংশ খেলোয়াড়ই প্রান্তিক পরিবার থেকে উঠে এসেছেন। তাঁরা অভাব-অনটনের মধ্যেই বেড়ে উঠেছেন। সবার আগে তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। জীবিকার বিষয়টি মাথায় রেখে পেশাদার খেলোয়াড় তৈরিতে প্রথম থেকেই মনোযোগী হতে হবে। তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় কিশোরীদের খুঁজে বের করে তাদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, ভেড়ামারার নারী ফুটবলার দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছাড়াও ভেড়ামারার ক্রীড়ামোদি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
জয় হোক ভেড়ামারার নারী ফুটবলারদের, জয় হোক রহিমা আফসার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার।
Devoloped By WOOHOSTBD