নওগাঁয় শীতার্ত খেটে খাওয়া স্বল্প আয়ের অসহায় তিন শত মানুষের মাঝে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) নওগাঁ শাখার উদ্যোগের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
২১ জানুয়ারি সকাল ১০ টায় নওগাঁ, শান্তাহার ও আক্কেলপুর শাখায় তিন শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) বগুড়া ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম মোস্তফা,জোনাল ম্যানেজার বগুড়া জোন। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আঃ মমিন এরিয়া ম্যানেজার নওগাঁ, এরিয়া শাখা ব্যবস্থাপক, মোঃ রাশেদুল হাসান, মোঃ মাসুদুল হক, মোঃ শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, দিন যাচ্ছে শীতের তীব্রতা বাড়ছে, এই শীত খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য কষ্টকর হয়ে পড়ছে, ‘তিন শত’
শীতার্ত মানুষকে কম্বল দিয়ে আমরা তাদের কষ্ট কিছুটা হলেও কমাতে পেরেছি। আমাদের এই শীতবস্ত্র কার্যক্রম সারা দেশব্যাপী চলছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সব সময় মানুষের পাশে ছিল, থাকবে ইনশাআল্লাহ।
Devoloped By WOOHOSTBD