কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রর্ফোট নগর গ্রামের হত দরিদ্র জয়নাল আবেদীনের ছেলে মো: রবিউল ইসলাম সাইবার নিরাপত্তা আইন ও মামলা থেকে বাঁচতে সম্মেলন করেছেন।
সোমবার বিকেল ৩ টায় দৌলতপুর রির্পোটাস ক্লাবে তিনি সংবাদ সম্মেলনে বলেন, আমি সাইবার নিরাপত্তা আইন ও মামলা থেকে রক্ষা পেতে এই সংবাদ সম্মেলন। তিনি লিখিত বক্তব্য জানান, কে বা কারা আমার ফেসবুক আইডি “মুক্তি হোমিও হল” এইরূপ ভুয়া আরেকটি ফেসবুক আইডি খুলে আমার নাম, আমার ছবি ও আমার দোকানের নাম ব্যবহার করে আইডিটি খোলা হয়েছে। এই আইডি থেকে এলাকার বিভিন্ন উচ্চ পর্যায়ের নামী-দামী নেতা নেত্রীদের নিয়ে নানা রকম অশ্লীল ভাষায় গালিগালাজ, হুমকি ও বিভিন্ন রকম অপরাধ মূলক কুরুচি পূর্ণ স্ট্যাটাস দেয়া হচ্ছে।
এমনকি কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, তাকে ও ভাইকে নিয়ে বাজে মন্তব্য করে এইসব স্ট্যাটাস দেয়া হয়েছে। যে সব স্ট্যাটাস পড়লে যে কেউ তার উপরে ক্ষেপে উঠবে। এ সব জানতে পেরে থানায় একটি জিডি করি যার নং ৪১৪, তারিখ ০৯.১১.২৩।
এর পর এমন এক পরিপ্রেক্ষিতে গত ৪ ডিসেম্বর পুলিশ আমাকে ১১/৬৬১ নং মামলায় গ্রেফতার করে, অথচ আমি কিছুই জানিনা। আমি ভাগজোত বাজারে একটি হোমিও ওষুধের দোকান দিয়ে কোন রকম সংসার চালিয়ে আসছি।
এমত অবস্থায় উল্লেখিত ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য ও আমার ক্ষতি করার মানসিকতায় আমার নাম ছবি এবং আমার ব্যবসার প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে উদ্দেশ্য প্রণদিত ভাবে উল্লেখিত ফেসবুক খুলে আমার ক্ষতি করার ষড়যন্ত্র করছে।
ঐ ব্যক্তির নাম ঠিকানা সংগ্রহ করা যায় নাই, উক্ত ফেসবুক ব্যবহারকারী ব্যক্তি যে কোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে। বিধায় আমি আপনাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার করাতে চাই যে, আমি চরম বিপদের সম্মুখীন। প্রযুক্তির মাধ্যমে প্রকৃত ব্যাক্তি কে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি। বিভিন্ন মিডিয়া আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।
বিষয়টি আমি পুলিশ সুপার,র্যাব সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি বিভিন্ন সাইবার অপরাধ এবং মামলা থেকে অব্যাহতি চাই। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স বিভিন্ন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD