কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়েছিলেন আবুল হোসেন (৭৫)। দীর্ঘ ৫০ দিন চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ও শেষ রক্ষা হয়নি আবুল হোসেনের । কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ জুলাই) সকাল ৮ ঘটিকার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । প্রতিবেদক এ ব্যাপারে নিহত আবুল হোসেনের সন্তানদের সাথে কথা বলে জানতে পারে জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাতের হাড় ভেঙ্গে দেন প্রতিপক্ষের এনামুল ও তার দলবল । আহত অবস্থায় আবুল হোসেন কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন থাকার পর একটু সুস্থ হলে তাকে বাড়িতে আনা হয় পরবর্তীতে অবস্থা খারাপ হয়ে গেল তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু বরন করেন। এলাকা বাসির সূত্রে জানা গেছে, ২৮ মে রোজ রবিবার সকাল ৮ টায় জমি সংক্রান্ত দ্বন্দ্ব মিমাংসার প্রস্তাব দিয়ে স্থানীয় ইউপি সদস্য লালু সহ ১০/১২ জন ভুক্তভোগী আবুল হোসেনের বাড়িতে আসেন। এটা প্রতিপক্ষের পূর্ব পরিকল্পিত ছিল কিনা জানা যায়নি তবে হাতে লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা নিয়ে বে-আইনী ভাবে ভুক্তভোগীর বসত বাড়ীর বাহির আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে। এরপর ইউপি সদস্য লালু এনামুল লোহার রড দিয়ে বাদশার ডান পায়ে আঘাত করে ফাটা রক্তাক্ত জখম করে। একই সময় শিহাবুল লোহার রড দিয়ে তার ডান হাতের উপর আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন বাদশার ডাক চিৎকারে ছোট ভাই ইয়ারুল (৩০), জিয়ারুল (৪০), ছোট ভাইয়ের বউ বুলবুলি খাতুন (৩৫), পিতা আবুল হোসেন (৭৫) এগিয়ে আসলে ফারুক লোহার রড দিয়ে ইয়ারুলের ডান হাতের কনুইয়ের নিচে আঘাত করে জখম করে। মবিদুল লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে আবুল হোসেনের মাথায় আঘাত করতে উদ্যত হলে বাম হাত দিয়ে রক্ষা করার চেষ্টাকালে তার বাম হাতে গুরুতর ভাবে জখম প্রাপ্ত হন।
এ ঘটনায় আহতের ছেলে হারুনর – রশিদ- বাদশা বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা চেষ্টা মামলার এজাহার দায়ের করেছেন। যার মামলা নং ৫৮ তাং ২৯/৫/২৩ ইং,দৌলতপুর জি আর ২৯৬/২৩। এ প্রসঙ্গে মামলার বাদী বাদশাহ বলেন, আমার বাবা কে যারা পিটিয়ে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
Devoloped By WOOHOSTBD