দৌলতপুর প্রতিনিধি ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৬০ তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৪ টায় কুষ্টিয়ার দৌলতপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা ও কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোতাছিম বিল্লাহ,আওয়ামী লীগের কেন্দ্রিয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মোফাজ্জেল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড নজরুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক প্রভাষক স্বপন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা আলম রিগান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরদার আকতার হোসেন, শহিদুল ইসলাম, দেওয়ান হাফিজুর রহমান,সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শহীদ শেখ রাসেল কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ভালোবাসতেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালো রাতে শিশু রাসেল কে নির্মমভাবে হত্যা করে। বক্তারা আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। আলোচনা সভা শেষে শহীদ শেখ রাসেলসহ ১৫ আগষ্টের কালো রাতে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Devoloped By WOOHOSTBD