কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপ নগর দফাদার পাড়া গ্রামের মৃত আব্দুল মুত্তালিব এর ছেলে সরওয়ার জাহান সবুজের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সবুজের স্ত্রী রুমা খাতুন, লতিবের ছেলে লোকিম ও হুসনিয়ার বলেন, পূর্ব শত্রুতার জেরে ফজল হকের ছেলে রুপচাদ আলীর নেতৃত্বে, ছোটন, লিলচাঁদ, তৌহিদুল তরিফুল, হৃদয় সহ আর অনেকে এসে হঠাৎ আমাদের দোকানপাটে হামলা চালায় এবং বাড়িঘরে ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে অনেকে আহত হন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে সঠিক তদন্ত করে বিচার দাবি করছি।
এ বিষয়ে রুপচাঁদা আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের বাড়িতে কোন ব্যক্তিকে পাওয়া যায় নাই।
এ বিষয়ে উক্ত ওয়ার্ডের মেম্বার মজনু আলী বলেন, এই বিরোধ অনেক পূর্বে থেকে চলে আসছে। আজ বসার কথা থাকলেও রুপচাঁদা আলী নেতৃত্বে তার লোকজন নিয়ে এসে সরওয়ার জাহান সবুজের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চলায়। রুপচাঁদারা মাঝে মধ্যে সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালানোর চেষ্টা করে। আমরা চাই এলাকার শান্তি তাই এ বিষয়টি সঠিক সমাধান চাই।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বড় ধরনের ঘটনা ঘটার আগেই ঘটনা স্থানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD