বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসান সাগর(সাকবর) এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।প্র
গত কাল শনিবার সকাল ১১ টার সময় জেলা কৃষক দলের আয়োজনে, স্থানীয় বি এন পি, যুবদল সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সার্বিক পরিচালনায় মহিষকুন্ডি স্কুল মাঠে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষক দল নেতা প্রয়াত মেহেদী হাসান সাগর (সাকবর) এর সহধর্মীনী সুমাইয়া আক্তার কাজলী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। সাবেক সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আবিদ হাচান মন্টি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সম্পাদক আল নাহিয়ান সজিব,জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
এ সময় নিহত মেহেদী হাচান সাগবরের স্ত্রী সুমাইয়া আকতার কাজলী বলেন, আমার স্বামী কে স্বৈরাচার সরকারের পেটোয়াবাহিনী হত্যা করেছিল।এখন তারা বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে ১ কোটি টাকার অফার দিচ্ছেন যেন আমি কোন মামলায় না যায়। আমি তাদের টাকায় থুতু ছিটিয়ে দিয়েছি।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ২০২৩ সালের বিএনপি’র আন্দোলন যখন গতিশীল হয় ঠিক সেই সময় আন্দোলন দমনের জন্য স্বৈরাচারী সরকার তার পুলিশ বাহিনী দিয়ে সারা বাংলাদেশে অত্যাচার নির্যাতন চালায়। ঠিক তেমনি সাগবর কেও তারা ওই সময় হত্যা করে।সাগবরের মত নেতাকর্মীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ এই স্বাধীনতা পেয়েছি। আমরা আজ মুক্তভাবে কথা বলতে পারছি। সাগবরের হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ।
Devoloped By WOOHOSTBD