সাধনা রাণী – দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এর নিয়োগ পেলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক ইয়াছির রহমান নোমান। সাংবাদিক নোমান কে দৈনিক কুষ্টিয়া বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এর কার্ড গলায় পড়িয়ে দেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা এবং কার্ডটি ও সাংবাদিক ইয়াছির রহমান নোমান এর হাতে তুলে দেন ডাঃ মনাসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে আনন্দ পরিবেশ সাংবাদিক নোমান ক্লাবের সকলকে হোটেল বনফুলে আপ্যায়ন করান। আপ্যায়ন শেষে ক্লাবে এসে ক্লাব কে কি করে আরো গতিশীল করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনতে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা বদ্ধপরিকর। সাংবাদিক নোমান ও তার কর্ম দক্ষতা দিয়ে সাংবাদিকতায় অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। আল্লাহ নোমানসহ ক্লাবের সকল সদস্যদের কে দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা দান করুন।
Devoloped By WOOHOSTBD