সুনামগঞ্জের তাহিরপুরে বিলে বিষ প্রয়োগ করে এক খামারীর শতাধিক হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (২৫মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের ভুক্তভোগী মরহুম বীর মুক্তিযোদ্ধা রুকুন উজ্জামানের ছেলে মাহবুবুল হাসান হৃদয় বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে শাহ খান (৩৫), একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইয়াসিন (৩০), পরবিকুলের ছেলে ইমলাখ (৩০), মৃত ইদু মিয়ার ছেলে জিয়া হোসেন (৪০), ও আলী হোসেন (২৫), মাফিক মিয়ার ছেলে মোয়াজ্জল (৩৫), কয়েস মিয়ার ছেলে লিফসন (২৫)।
অভিযোগে ভুক্তভোগী খামারি মাহবুবুল হাসান হৃদয় বলেন, গত তিন মাস যাবত উপজেলার বৌয়াল মারা হাওরের কুড়ি হাঁস মারা খলার পশ্চিম পাশে তার নিজস্ব ৯৮৫ টি হাস লালন-পালন করছেন। ঘটনার আগের দিন রবিবার সন্ধ্যায় অভিযুক্তরা বিলে মাছ ধরার নিমিত্তে বিষ মিশ্রিত খাবার ফালাইতে থাকে। এসময় হাঁসের দেখাশুনার দায়িত্বে থাকা খামারির ছোট ভাই উদয়, এমাদ ও বাদশা মিয়া বিষ মিশ্রিত খাবার বিলে ফেলতে নিষেধ করলেও তারা তা অমান্য করে। ফলে সোমবার সকালে এই বিলে হাঁস চড়াতে গেলে বিষ খেয়ে ১২৭টি হাঁস মারা যায়। এতে প্রায় ৭৬ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, বিষ প্রয়োগে হাঁস মেরে ফেলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD