দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা খবর বিডি’র তাহিরপুর প্রতিনিধি লিমন মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে হাসান রাবেয়া ফাউন্ডেশন। মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮টায় শ্রীপুর বাজারে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী। এতে, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান ইউপি সদস্য আবুল কালাম, শ্রীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, ব্যবসায়ী জিয়াউর রহমান আখঞ্জী, ব্যবসায়ী দিলশাদখাঁ, সাংবাদিক লিমনের বড় ভাই ব্যবসায়ী শামছুল হুদা, ব্যবসায়ী সাহাজ উদ্দিন সাজন প্রমূখঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক লিমনের বাল্যবন্ধু ও শিক্ষা জীবনের সহপাঠি বুরহান উদ্দিন, তামিম হোসেন, মেহেদী হাসান রিয়াদ,ফরহাদ হোসেন, আবেদীন আখঞ্জী, ইসতাক আখঞ্জী, পরশ আখঞ্জী, জিহাদ ইসলাম, টাঙ্গুয়ার হাওর শিল্পী গোষ্ঠির সদস্য শামীম আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, গত ২ মার্চ বাংলা খবর বিডি কর্তৃপক্ষ কর্তৃক প্রদানকৃত তাহিরপুর প্রতিনিধি হিসেবে লিমন মিয়াকে পরিচয়পত্র তুলে দেন বাংলা খবর বিডি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ রমজান।
প্রসঙ্গত, সৃজনশীল ও মানবিক সাংবাদিকতার লক্ষ্য নিয়ে তাহিরপুর উপজেলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে মহান পেশা সাংবাদিকতায় এসেছেন তরুণ এই সাংবাদিক।
Devoloped By WOOHOSTBD