আগামী ২১শে মে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাদাঘাট ইউনিয়নের শাহ আরেফিন (রা.) ওরস মোকারমের সামনে নির্বাচনী গনসংযোগ ও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চারবারের চেয়ারম্যান,উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযুদ্ধ আলহাজ্ব আবুল হোসেন খাঁন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামিলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,মুদাসসির আলম সুবল, বালিজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ,উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুক মিয়া,উত্তর শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার, উপজেলা যুবলীগ আহাব্বায়ক হাফিজ উদ্দিন পলাশ, সম্পাদক মোদাচ্ছির আলম সুবল, আমিনুল ইসলাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক জুনাব আলী, ব্যবসায়ী শিতেশ পাল, উত্তর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মিয়া, ডা. তোতা মিয়া প্রমুখ।
চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী আবুল হোসেন খান জানান,আমার পরিকল্পনার ভিতরে প্রথমেই রয়েছে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সর্ব প্রথমে তাহিরপুর উপজেলা বাসিকে মাদক মুক্ত করবো। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করবো। শিক্ষা ক্ষেত্রেও তাহিরপুর উপজেলায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। এখানে শিক্ষার্থীদের জন্য ভালো মানের পাঠাগার নেই। আমার নির্বাচিত হতে পারলে প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে শিক্ষার্থীদের জন্য পাঠাগার নির্মাণ করে দিব । তাহিরপুর উন্নয়নে সবাই একত্রি তহতে পারলে উন্নয়ন আরো বেশি ফল প্রসুহবে বলে আমি মনে করছি।কর্মসংস্থান তৈরীরলক্ষ্যে আমি বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে ফিল্যান্সিং এর ব্যবস্থা করবো এবং কারিগরী শিক্ষায় জোর দিবো। পরিশেষে বলতে চাই আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে তাহিরপুর কর্মসংস্থান সৃষ্টিকরে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশা আল্লাহ্।
Devoloped By WOOHOSTBD