নিজস্ব প্রতিনিধি ঃ হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ৩টা ১০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার খাটিহাতা হাইওয়ে থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪ (চার) কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করে হাইওয়ে থানা পুলিশ। আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল এলাকার জুনাঈদ মিয়া শুভ (২১) ও মোছাঃ শিল্পী (২৫)। ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় সংলগ্ন কুট্টপাড়া সাকিনস্থ ওয়ালটন ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে বাসের জন্য অপেক্ষায় থাকা ২জন ব্যক্তির পজিশনে মাদক থাকার তথ্য পেয়ে খাটিহাতা হাইওয়ে পুলিশের এএসআই (নিঃ) মোঃ আব্দুল কাদির সঙ্গীয় ফোর্সসহ উক্ত ব্যক্তিদ্বয়কে আটক করেন। এসময় তাদের নিকট থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টা ৪০ ঘটিকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই (নিঃ)/ খোকন কান্তি রুদ্র এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোহাম্মদ আলী সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার চকরিয়া থানার বড়ইতলী ইউনিয়নের বানিয়ারছড়ার চিরিংগা হাইওয়ে থানার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম গামী মহাসড়কের উপর একটি হাইয়েস মাইক্রোবাস দিয়ে (যার রেজিঃ নং-চট্ট মেট্রো-চ-১১-৪০৯০) কক্সবাজার হতে মাদক জাতীয় ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় গাড়িটি চেকপোস্টের কাছে আসলে সংকেত দিয়ে দাড় করিয়ে উপস্থিত লোকজনের সামনে চালককে জিজ্ঞাসাবাদ ও গাড়িটি তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাইয়েস মাইক্রোবাস যার রেজি: নং-চট্ট মেট্রো-চ-১১-৪০৯০ এর চালক মোঃ ইকবাল (৩০), পিতা- মৃত- নুরুল হক, মাতা- আনোয়ারা বেগম, সাং – মুহুরীপাড়া ৪নং ওয়ার্ড, ইউপি – ঝিলংজা, থানা- সদর, জেলা-কক্সবাজার স্বীকার করে যে তার গাড়িতে মাদক জাতীয় ইয়াবা আছে। পরবর্তীতে তল্লাশিকালে উক্ত হাইয়েস মাইক্রোবাসের বাম পাশে যাত্রী উঠার সিঁড়ির বাম পাশে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ১টি লাল রঙের ব্যাগের ভিতরে সাদা কসটেপ দিয়ে মোড়ানো ২টি পোটলার মধ্যে নীল রঙের ২০টি এয়ারটাইট প্যাকেট পাওয়া যায়। তার মধ্যে ১৯টি প্যাকেটে ৩৮০০ (তিনহাজার আটশত) এবং ১টি প্যাকেটে ১১২ (একশত বার) সহ সর্বমোট ৩৯১২ (তিন হাজার নয়শত বার) পিচ ইয়াবা ট্যাবলেট উপস্থিত স্বাক্ষীদের সামনে উদ্ধার পূর্বক ইয়াবা ট্যাবলেট সমূহ ও হাইয়েস মাইক্রোবাস জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩৯১২X৩০০= ১১,৭৩,৬০০/- (এগার লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত) টাকা। উল্লেখিত পৃথক ২টি ঘটনায় আটককৃত ৩ আসামী ও আলামত সমূহের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা ও কক্সবাজার জেলার চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করে আসামিদের জেল হাজতে প্রেরণ পূর্বক প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD