কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার বাংলাদেশ আয়োজিত নারী সম্মাননা ৭ এপ্রিল ২০২৪, ১৪৩০ বাংলা রবিবার, সন্ধ্যা ৫ ঘটিকায় আনন্দম অডিটোরিয়াম হালিশহর, উত্তর চব্বিশ পরগণা ভারতে অনুষ্ঠিত হয়েছে, ৩১ জন নারী কে সম্মাননা প্রদান করা হয়!
বিশেষ সন্ধ্যায় একক আবৃত্তি, যার অপেক্ষায় যাকে নিয়ে এই প্রোগ্রাম, দুর দুরান্ত থেকে আশা স্রোতাগণ অপেক্ষায় ছিলেন তার শ্রীমধুর কন্ঠে আবৃত্তি শোনার জন্য, আবৃত্তিরাজকন্যা বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঈশিতা দাস অধিকারী মাননীয় চেয়ারম্যান কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার বাংলাদেশ, তিনি শুদ্ধ উচ্চারণে মুগ্ধময় অনুভূতি দ্বারা রবীন্দ্র,নজরুলের কবিতা পৌঁছে দিলেন স্রোতাদের হৃদয়ের মনিকোঠায়, হৃদয় যেন কথা বলে উঠছে তার বর্ণময় কন্ঠের যাদুতে! তিনি প্রমান করলেন তিনি শুধু ই, আবৃত্তির জন্য জন্ম নিয়েছেন, আবৃত্তি মঞ্চ তার জন্য ই, গড়ে উঠেছে, স্রোতাদের কন্ঠে ছিলো একটি শব্দ বর্ণময় আবৃত্তিরাজকন্যা। আবহ ছিলেন প্রসাদ গাঙ্গুলী তার আবহ সঙ্গীত সকল কে মুগ্ধ করে!
ব্যবস্থাপনায় ও পরিচলনায় ছিলেন, কবি ছড়াকার ও সংগঠক কেশব রঞ্জন উপদেষ্টা ভারত শাখা, কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার বাংলাদেশ।
Devoloped By WOOHOSTBD