আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
আমি সভাপতিও না, সেক্রেটারিও না, আমি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের একজন ক্যাশিয়ার। কান্না জড়িত কন্ঠে বলছিলেন নজরুল ইসলাম বুলবুল সিকদার ।
সরেজমিন সাংবাদিকদের সাথে নজরুল ইসলাম বুলবুল বলেন,একটি কুচক্রী মহল সমাজে আমাকে হেয়ো করার জন্য অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘ ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের আমি ক্যাশিয়ার। আমার কাছে মসজিদের আয় ব্যয়ের সব হিসাব-নিকাশ আছে। কিছু দিন আগে একটি পত্রিকায় আমার বিরুদ্ধে লিখছে মসজিদের টাকা আত্মসাৎ করছি। আমি এর তিব্র প্রতিবাদ জানাই। আরও লিখছে মসজিদের মুসলিদের সাথে আমি খারাপ আচারন করি। চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর রহমতে আমি কোনদিন কারো সাথে খারাপ আচরণ করি নাই ও মসজিদের টাকা আত্মসাৎ করার প্রশ্নই ওঠে না। আমার কাছে মসজিদের ক্যাশ টাকা আছে এখন ৭৭৫২ টাকা।আর মসজিদের মিটিং ডাকার দায়িত্ব সভাপতি সাধারণ সম্পাদকের। মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক যখনই আমার কাছে হিসাব চাইবে আমি হিসাব দিতে প্রস্তুত আছি।
মসজিদের মুসল্লী নান্নু শিকদার, মোজাফফার শিকদার,বাদল শিকদার, শরিফ শিকদার বলেন,আমি শুনেছি একটি সোনালী বার্তা সংবাদপত্রে আমাদের নাম আসছে। আমাদের সাথে সাংবাদিকের সাথে কথা হয়েছে। কিন্তু মসজিদের ক্যাশিয়ার সাহেব টাকা আত্মসাৎ করেছে এ কথা আমরা বলি নাই।
এছাড়া মসজিদের মুসল্লি বশির শিকদার, শরিফ শিকদার,মোঃ সিরাজুল শিকদার, শামসুল হক শিকদার অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম বুলবুল ৫৬ নং বটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের দীর্ঘদিন ক্যাশিয়ার দায়িত্ব পালন করে আসছে। কিন্তু এই ভদ্রলোকটির ব্যবহার এতো খারাপ তা ভাষায় প্রকাশ করা যায়না। প্রতি শুক্রবার নামাজের শেষে যে টাকা মসজিদে ওঠে তিনি পকেটে করে নিয়ে যায়।কিন্তু তিনি মসজিদের হিসাব-নিকাশের খাতা আমাদের দেখান না।কিন্তু নজরুল ইসলাম বুলবুল মসজিদের টাকা আত্মসাৎ করছে এটা আমরা কারো কাছে বলি নাই।
দক্ষিণ বটবাড়ি জামে মসজিদের সভাপতি কাওছার শিকদার বলেন,প্রতি শুক্রবারে জুম্মার নামাজের পরে মুসল্লিরা যে টাকা দেয় সব টাকা মসজিদের ক্যাশিয়ার নজরুল ইসলাম বুলবুল পকেটে করে নিয়ে যায়। কতটাকা উঠলো আর কতো টাকা খাতায় জমা করলো আমরা কিছু জানিনা। দেখেন ও সমাজ নামাজ করে তাই ওর ভয়ে কেউ কিছু বলার সাহস রাখেনা।,আমি মেম্বারি ইলেকশন করছিলাম কিন্তু নজরুল ইসলাম বুলবুল আমার ইলেকশন করে নাই ওখান থেকে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়।#
Devoloped By WOOHOSTBD