— ডাঃ কামরুল ইসলাম মনা
আমারও মন খারাপ হয়
যখন দেখি তুমি রাত জেগে নেটে বসে আছো কিন্তু আমায় সাড়া দাওনা,,
আমারও মন খারাপ হয়
যখন দেখি তুমি আমার খবর না নিয়ে অন্যদের নিয়ে মত্ত
আমারও মন খারাপ হয়
যখন দেখি কোথাও গেলে আমায় ভুলে যাও
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমার চোখের জল তোমার মনে দাগ কাটে না
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমার কষ্ট হৃদয়ে রক্তক্ষরণ দেখার পরও শান্তনা না দিয়ে উল্টো অভিযোগ করো
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমায় বাদে অন্য কে মূল্যায়ন করো
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমার পরামর্শ না মেনে অন্যদের পরামর্শ কে মূল্যায়ন করতে
আমারও মন খারাপ হয়
যখন দেখি বিনা অপরাধে অভিযুক্ত করো,
অপবাদ দাও, সন্দেহ করো
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমার গুরুত্ব তোমার জীবনে নেই
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমায় কাঁদাতে আমার আদর্শ কে পদদলিত করো
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমার কষ্টে ব্যথিত না হয়ে উল্টো আঘাত করো
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমায় কাঁদাতে পেরে তোমায় আনন্দিত হতে
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমার শত্রুদের সাথে সখ্যতা গড়তে
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমায় ছোট করে অপরকে বড় ভাবো
আমারও মন খারাপ হয়
যখন দেখি অহেতুক আময় ভুল বুঝে আনফ্রেন্ড করো, ব্লক মারো, কথা বন্ধ করো
আমারও মন খারাপ হয়
যখন দেখি ইসলামের পথ থেকে ছুটে গিয়ে বাতিলের অনুকরণ করো
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমায় ঘৃণা করো, আমায় লম্পট লুচ্চা বলো
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমায় ছোট করে নিজের মত কে প্রাধান্য দিয়ে নতুন নতুন বন্ধুত্ব গড়তে
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমায় মিনিটে মিনিটে ছুড়ে ফেলতে আর সেই ফাঁকে নতুন বন্ধু আগমন ব্যস্ত
আমারও মন খারাপ হয়
যখন দেখি রাতের পর রাত জেগে না ঘুমিয়ে জেগে রয় তোমার জন্য কিন্তু তোমার মনে বিন্দু মাত্র মায়া না হতে
আমারও মন খারাপ হয়
যখন দেখি আমি কুকুরের মত নত হয়ে তোমার বুকে না যায়, ততক্ষণ তোমার রাগ অভিমান ভাঙেনা
আমারও মন খারাপ হয়
তোমার দেয়া শত কষ্ট কেও বুকে লালন করে পাগলের মত শুধু তোমায় ভালবাসি
তোমায় ভালবাসি, তোমায় ভালবাসি
তখনও আমারও মন খারাপ হয়,,,,,
————————————————-(অসমাপ্ত)
Devoloped By WOOHOSTBD