আব্দুল হক বালিকা বিদ্যালয় কে বাঁচাতে যথাযথ কর্তৃপক্ষসহ এলাকাবাসীর আশু হস্তক্ষেপ কামনা
Muntu Rahman
/ ১৫৭
Time View
Update :
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
Share
ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়া ভেড়ামারার একসময়ের ঐতিহ্যবাহী নামকরা স্কুল ছিল বাহিরচর ষোলদাগ এর আব্দুল হক বালিকা বিদ্যালয়। প্রধান শিক্ষকের উদাসীনতায় স্কুল টি তার ঐতিহ্য হারাতে বসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পূর্বে এলাকার আশপাশের ছাত্রীতে ভরপুর ছিল কিন্তু বর্তমানে ছাত্রী খুবই সীমিত। প্রধান শিক্ষক আনোয়ার সাহেব এর অদক্ষতা এবং স্কুলের প্রতি উদাসীনতা কেই দায়ী করেছেন এলাকা বাসী এবং অবিভাবকগণ। এলাকা বাসী স্কুল টি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষসহ এলাকার সচেতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।