কুষ্টিয়া প্রতিনিধি ঃ
যেখানে অন্যায় অত্যাচার,অপরাধ,দুর্নীতি,দুঃশাসন সেখানেই নির্ভীক সাহসী এক সাংবাদিকের নাম হাসান আলী খুব সহজ সরল একজন মানুষ ও বিদগ্ধজন। লেখালেখির জন্য নিবেদিত প্রাণ। সংবাদপত্রে এখনও লেখেন নিয়মিত। তবে তার বয়স আস্তে আস্তে বাড়লেও মনের দিক থেকে এখন অনেক শক্ত। মনটা সতেজ ও সবুজ। দিব্য দৃষ্টি সব দেখেন। দেখার চোখ বাঁচিয়ে রেখেছেন বোধ-বুদ্ধি-বিবেক। হ্যাঁ তার লেখার উদ্দেশ্য সমাজ ও দেশ কে দুর্নীতিমুক্ত করা আর সত্যকে প্রতিষ্ঠিত করা। পাঠককে মুগ্ধ করে রেখেছে তার সৃষ্টি সম্ভার। এভাবে সতন্ত্র উচ্চতায় আজ সাংবাদিক হাসান আলী। তিনি কাজ করেন বেসরকারী টেলিভিশন বাংলা ভিশন,জতীয় দৈনিক দেশ রুপান্তর ও বিডি নিউজ টুয়েন্টিফোর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে।
৫জুলাই ২০২৩ইং ৫৩ তম জন্মদিনে আজ সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবে সাংবাদিক হাসান আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর,কোষাধ্যক্ষ এম.লিটন-উজ-জামান,সম্মিলিত সামাজিক আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কারেশেদ আলম,দৈনিক সূত্রপাতের সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিম,দৈনিক দেশতথ্য’র ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক ও জাসদ নেতা রবিউল ইসলাম চম্পা। এছাড়াও শুভেচ্ছা জানাতে আসেন বিশিষ্ট আইনজীবী আব্দুর রউফ,মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু ও দৈনিক হাওয়ার নির্বাহী সম্পাদক শেহাব উদ্দিন, ইটিভির জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, আলামিন হোসেন প্রমুখ। এসয় উপস্থিত সবাই সাংবাদিক হাসান আলীর উত্তরোত্তর সফলতা ও তার দীর্ঘায়ু কামনা করেন।
Devoloped By WOOHOSTBD