হালচাল নিউজ ডেস্ক – নারীর স্বাধীনতা আসলেই কি স্বাধীনতা ??? প্রশ্ন করুন নিজের বিবেক কে!
==================
নারী যখন এয়ার-হোস্টেজ হয়ে বিমানের
যাত্রীদের সামনে খাবার পরিবেশন করে, মিষ্টি
সুরে কথা বলে, যাত্রীদের কামনার স্বাদ পুরা
করে তখন সেটা হয় নারী স্বাধীনতা।
আর সে যখন নিজের ঘরে নিজের জন্য, স্বামী ও
সন্তানের জন্য, পিতামাতার জন্য খাবার রান্না
করে তখন সেটা হয় “পরাধীনতা”।
এই অদ্ভূত দর্শনের কারণে নারী আজ পণ্যে
পরিণত হয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা বাড়ানোর
এক অসাধারণ মাধ্যম এক শ্রেণীর দেহ
প্রদর্শনকারী নারী সমাজ।
এই নারীবাদি সমাজে নারীরা যেন পণ্যের
মোড়কে পরিণত হয়ে গেছে। পণ্যের বিক্রি
বাড়াতে যেমন আকর্ষণীয় মোড়ক ব্যবহার করা
হয় তেমনি পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নারীর
আকর্ষণীয় শরীরকে।
তাই এই জগতের শিল্পচর্চার সবচেয়ে বড়
অংশটা একটা কেন্দ্রে এসে থমকে দাঁড়িয়েছে
আর তা হল “নারীর শরীর”।
নারীর শরীরের উপর গবেষণা চলছে প্রতিনিয়ত,
তাকে আরো কত আবেদনময়ী করে তোলা যায়।
পরিশেষে এই নারীকে ব্যবহার করে বণিক শ্রেণী
হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি অর্থ। কেউ
বিজ্ঞাপনের মাধ্যমে,কেউ নাটকে,কেউ
সিনেমায়–একেকজনএকেক কৌশলে। ফলে নারী
হারাচ্ছে সম্ভ্রম আর সমাজ হারাচ্ছে
ভারসাম্যপূর্ণ যুবসমাজ। পাশাপাশি উপহার
হিসেবে সমাজকে দিচ্ছে মাদক, ধর্ষন,হতাশা,
আত্মহত্যা ইত্যাদি।
আর ধূর্ত বণিক সমাজ এই দেহ প্রদর্শনীর নাম
দিয়েছে “নারী স্বাধীনতা”।
Devoloped By WOOHOSTBD