— ডাঃ কামরুল ইসলাম মনা
জীবন্ত লাশ হয়ে শুধু বেঁচে আছি, কিন্তু কোনো অনুভূতি খুঁজে পাইনা, পাইনা বেঁচে থাকার কোনো স্বাদ! দিনে কিংবা রাতে ক্রমশ সুখ গুলো বিলীন হচ্ছে মরীচিকায়! জীবনের এ অমীমাংসা যুদ্ধহ্মেত্রে হয়ে যাচ্ছি অনেকের কাছে অপ্রিয়;
আমি জানি,তুমি কোনদিন আমার নও,
তুমি কোনদিন আমার ছিলেও না,
আর কোনদিন আমার হবেও না,
অথচ দেখ,বেপরোয়া অবুঝ এই মনটা,
বার বার তোমার কাছেই হেরে যেতে চায়,
তোমাকেই ভালোবাসতে চায়।
আমি তো জানি এই ভালোবাসার কোন নাম নেই, নেই কোন পরিণতি,
তবুও একজন আরেকজনের প্রতি কতটা টান, কতটা ভালোবাসা সারা হৃদয় জুড়ে।
যে ভালোবাসায় কোন পাপ নেই,
নেই কোন অসঙ্গতি, এখন আর কেউ কাউকে দেখিনা, কেউ কাউকে স্পর্শ করিনা, হাতের মুঠোয় হাত রেখে,
এখন আর চলা হয়না,, হয়তো হবেও না কোনদিন,
জীবনে একটুখানি ভালো থাকার জন্য এ পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর হয়ে উঠি। ছোট্ট এ জীবনে আমাদের চাওয়া পাওয়া যেন কখনোই শেষ হয়না।জীবনকে সুন্দর ভাবে সাজাতে হলে প্রয়োজন হয় পবিত্র ভালবাসা কিন্তু আমরা মরীচিকা ভালবাসা দিয়ে বিশ্ব জয় করতে চাই যার কারনে জীবনে নেমে আসে ধূয়াশা,,,
তুমি যাকে জীবন সঙ্গী করে পেতে চাচ্ছো কিন্তু সে তোমার কপালে নেই, তাহলে হাজার চেষ্টা করেও তাঁকে পাওয়া যাবেনা। কোন কারন ছাড়াই সামনে হাজারো কারন ভেসে উঠবে তোমাকে ঘিরে তুমি তাঁকে পাবে না।
একটা দীর্ঘ সময় যদি এমন হতেই থাকে তাহলে বুঝে নিতে হবে সে তোমার জীবনে ভুল মানুষ।আর ভুল মানুষের জন্য নিছক কেঁদে বা হাজার বার চেষ্টা করলে তাঁকে পাওয়া যাবে না। জীবন সঙ্গী বিষয়টি বিধাতার নিজ হাতে লেখা।তাই ভুল মানুষের জন্য নিজের বন্ঠিত সময় নষ্ট না করে স্বাভাবিক ভাবে মেনে নেওয়ায় শ্রেয়।
ভালবাসার মানুষটি কে হারিয়ে চলমান জীবন হয়ে উঠে দূর্বিসহ,স্বপ্ন গুলো দৃষ্টি হারায়,বাস্তবতাকে মরীচিকা মনে হয়।
কাউকে অতিরিক্ত ভালবেসে নিজেকে তাঁর কাছে বিলিয়ে দিলে একসময় তাঁর কাছে আর কোন মূল্যায়ন থাকে না। তখন সে ফিলিংস হারিয়ে ফেলে,তুচ্ছু কাগজ ভেবে নর্দমায় ফেলে দিতেও দ্বিধা করে না।
নিজের সবটুকু বিলিয়ে দিয়ে ও তুমি তার মন পাবেনা এটাই বাস্তবতা। আর যে অন্তর থেকে ভালবাসবে সে শত কষ্ট শত আঘাত শত সমস্যার মধ্যে ও তোমারই থাকবে,,,,
জীবন কখনো থেমে থাকে না থাকবেও না,,,জীবন তার নিজস্ব গতিতে চলমান………।
ভালবাসা বলে কিছু নেই সব মরীচিকা।
তারপরও আমি শুধু তোমাকেই ভালবাসি,,,
আমি দেখতে চাই তোমার হাসি, তোমার সুখ তোমার শান্তি,,,
ভালো থেকো এই কামনায়
তোমারই
— পঁচা ভূত
Devoloped By WOOHOSTBD