ভেড়ামারা প্রতিনিধিঃ- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভেড়ামারার রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু’র নিকট কুষ্টিয়া -২ (ভেড়ামারা-মিরপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন অধ্যাপক ডাঃ এস,এম, মুসতানজীদ (লোটাস)। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতির এক প্রশ্নে কুষ্টিয়া -২ ( ভেড়ামারা – মিরপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাঃ এস,এম, মুসতানজীদ (লোটাস) বলেন, আমি বিজয়ী হলে Morality, Humanity spirituality নিয়ে কাজ করে ভেড়ামারা মিরপুর কে গড়ে তুলতে চাই। এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই।
নৈতিকতা মানবিকতা আধ্যাত্মিকতার পরিবর্তন ঘটাতে পারলে সকল উন্নয়ন সম্ভব। আমি স্বাস্থ্য নীতি নিয়ে ও কাজ করতে চাই।
Devoloped By WOOHOSTBD