• শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:

ব্রাজিলিয়ান ২ তরুণকে কেনার জন্য লড়াই করছে ইউরোপিয়ান জায়ান্টরা

admin / ১২৬ Time View
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

ব্রাজিলিয়ান ২ তরুণকে কেনার জন্য লড়াই করছে ইউরোপিয়ান জায়ান্টরা

হালচাল নিউজ ডেস্ক – ব্রাজিল আছে বলেই ফুটবল খেলা এত সুন্দর। জয় ব্রাজিল জয় ব্রাজিল জয় ব্রাজিল,,,,। ব্রাজিলের ফুটবলে যে ক্রীড়া নৈপূর্ণ্য ও জাদুকরী ব্যাপারটা থাকেই খেলাতে।
যদি বিরোধীতার স্বার্থে বিরোধীতা করা না হয়,তাহলে বিপরীত দেশের অনুসারীরা ও তা একবাক্যে মেনে নেয়ার কথা। বিশ্ব ফুটবলে ব্রাজিল বা ব্রাজিলের ফুটবল খেলা যে শিল্প তা কি নতুন করে বলার যোক্তিকতা থাকে? সেই সাথে নতুন নতুন সৃষ্টি ও ব্রাজিলেই সৃষ্টি হয়ে থাকে,,,,


ব্রাজিলের ১৬ বছর বয়সী ‘বিস্ময় বালক’ এনড্রিক ফিলিপের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে কিনতে সব মিলিয়ে লস ব্লাঙ্কোসদের খরচ হয়েছে ৭২ মিলিয়ন ইউরো। এর মধ্যে পালমেইরাসকে চুক্তি, এড অন্স ও পারফরম্যান্স বোনাস বাবদ দিতে হবে ৬০ মিলিয়ন ইউরো। ১২ মিলিয়ন ইউরো দিতে হবে কর বাবদ।

নিয়ম অনুযায়ী, ১৮ বছর হওয়ার আগে এনড্রিক রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন না। সেজন্য সান্তিয়াগো বার্নাব্যু বা রিয়ালের একাডেমিতে যোগ দেওয়ার জন্য দু’বছর অপেক্ষা করতে হবে তার। এই দুই বছর পালমেইরাসে খেলবেন তরুণ এই স্ট্রাইকার। তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। তবে পারফরম্যান্সের ভিত্তিতে তিন বছর চুক্তি নবায়নের সুযোগ আছে।

রিয়াল মাদ্রিদ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এনড্রিকের ছবি দিয়ে চুক্তি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছে। ফুটবল দলবদল বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো পালমেইরাসের বরাত দিয়ে চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ায় এনড্রিক শতভাগ রিয়ালের খেলোয়াড় বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি বছরগুলোতে ব্রাজিলিয়ান উঠতি তারকায় অনেক অর্থ ঢেলেছে রিয়াল মাদ্রিদ। ফ্লামিঙ্গো থেকে ভিনিসিয়াস জুনিয়র এবং সান্তোস থেকে কিনেছে তরুণ রদ্রিগো গোয়েসকে। তাদের জন্যও মোটা অঙ্কের অর্থ লেগেছে। ডিফেন্ডার এদের মিলিতাওকে এনেছে পোর্ত থেকে। তিনি রিয়ালের ইতিহাসের সবচেয়ে দামী ডিফেন্ডার। ফুল ব্যাক ভিনিসিয়াস তোবাইস আছেন রিয়ার ক্যাস্তিল্লায়।

ব্রাজিলের তরুণ বিস্ময় বালক এন্ড্রিকের টান্সফার নিয়ে যত রিউমার ছিল সব শেষ গেছে। সবাইকে পেছনে ফেলে জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে কিনে নিয়েছে।

স্প্যানিশ ক্লাবটির তাকে কিনতে খরচ হয়েছে ৬০ মিলিয়ন ইউরো। এরমধ্যে ৩৫ মিলিয়ন ইউরো নগদ, ২৫ মিলিয়ন ইউরো বিভিন্ন শর্তে দেওয়ার চুক্তি হয়েছে।

এন্ড্রিকের পর এখন আরেক ব্রাজিলিয়ান তরুণকে নিয়ে শুরু হয়েছে লড়াই। তার নাম ভিটর রোক। ব্রাজিলিয়ান ফুটবলে তিনিও গোলমেশিন নামেই পরিচিত।

ব্রাজিলের গনমাধ্যমগুলো অবশ্য তার রিলিজক্লজ নিয়ে দুটি তথ্য জানিয়েছে। গ্লোবো জানিয়েছে তার রিলিজক্লজ ১০০ মিলিয়ন ইউরো এবং অন্য আরেকটি গনমাধ্যম জানিয়েছে ৬০ মিলিয়ন ইউরো।

তবে সে যাই হোক, তাকে কিনতেও যে ক্লাবগুলোর বড় অংকের অর্থ খরচ করতে হবে সেটা নিশ্চিত। পিএসজি তাকে কেনার জন্য চেষ্টা করছে বেশি। বার্সালোনা এবং রিয়াল মাদ্রিদের নামও শোনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD