• মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন /২৬ উপলক্ষে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু শান্তি পূর্ণ করার লক্ষে জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রার্থীদের সমন্বয় সভা অনুষ্ঠিত  কানায় কানায় পূর্ণ জনসভায় যশোর কে সিটি কর্পোরেশন করার ঘোষণা জামায়াত আমীরের নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করায় যুবদল নেতা হুমায়ূনকে ধরতে যৌথ বাহিনীর অভিযান রাজশাহীতে ৫ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৯ টি মামলার আসামি টাইগার মোমেন সোনারগাঁয়ে গ্রেফতার উৎসবমুখর পরিবেশে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,,, বেলকুচিতে পৌর মহিলা দলে উদ্যোগে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঝিকরগাছায় মিথ্যা অপপ্রচারে লিপ্ত জামায়াত সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ ও মুন্নীর দাবি বাগমারায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

উৎসবমুখর পরিবেশে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Muntu Rahman / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

‘সুস্থ দেহে সুন্দর মন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যানবেইসের ইউআইটিআরসিই’র সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম, জামালগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রভাংশু রায়, সমাজসেবক আব্দুর রব, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আল মামুন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. মুখলেছুর রহমান, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. জামাল উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরউদ্দিন এবং অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সীতোষ কুমার তালুকদার।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. তাইয়েবুন নেছা আফিন্দীসহ শিক্ষকবৃন্দ—মুজাহিদ হোসেন, অর্চনা রাণী তালুকদার, চন্দন চন্দ্র পাল, কবির উদ্দিন, মো. আব্দুস সালাম, মো. আতাউর রহমান, আবু সোহাগ, আনোয়ার হোসেন, এবিএম মাছুম, ইমরুল হাসান পলাশ ও ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক মোস্তফা কামাল খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের বহুমাত্রিকভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান বলেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এসব কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে সমানভাবে দক্ষ শিক্ষার্থী গড়ে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য।
বক্তারা আরও বলেন, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মননশীলতা বিকাশ ও নেতৃত্বগুণ তৈরিতে সহায়ক। অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD