• মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করায় যুবদল নেতা হুমায়ূনকে ধরতে যৌথ বাহিনীর অভিযান রাজশাহীতে ৫ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ১৯ টি মামলার আসামি টাইগার মোমেন সোনারগাঁয়ে গ্রেফতার উৎসবমুখর পরিবেশে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মান্দায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত,,, বেলকুচিতে পৌর মহিলা দলে উদ্যোগে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত ঝিকরগাছায় মিথ্যা অপপ্রচারে লিপ্ত জামায়াত সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ ও মুন্নীর দাবি বাগমারায় অসহায়দের মাঝে খাবার বিতরণ মান্দায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ইনক্লুসিভ ভোটার এডুকেশন প্রোগ্রাম উপলক্ষে ডিভিশনাল লেভেল কো-অর্ডিনেটিং ও শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

সীতাকুন্ডে জনবল সংকটে বাঁশবাড়ীয়া সাব পোস্ট অফিস।।ডাক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী 

Muntu Rahman / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিল্পাঞ্চল খ্যাত বাঁশবাড়ীয়া ইউনিয়ন।জন গণবসতি পূর্ণ এ ইউনিয়ন।এখানে রয়েছে স্কুল ও মাদ্রাসা সহ বিভিন্ন প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান।জন গুরুত্বপূর্ণ এ এলাকায় রয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বসবাস।এদের অধিকাংশই বিভিন্ন কারণে বাঁশবাড়ীয়া এ সাবপোস্ট অফিস মূখী।আার এ বাঁশবাড়ীয়া সাব পোস্ট অফিস টি সাধারণ মানুষের নিরাপদ যোগাযোগ ও ভবিষ্যৎ আমানতের সুরক্ষাস্হল হিসেবে একমাত্র ভরসা।আর এ পোস্ট অফিস টির সেবার মান নিয়ে এখন প্রশ্নবিদ্ধ সর্ব সাধারণের কাছে।অফিস আছে লোক নেই।সাব পোস্ট অফিস টি চট্টগ্রাম বিভাগীয় পোস্ট অফিসের অধীনে হলেও কর্তৃপক্ষের কোন নজরদারী নেই।অফিস টি বাঁশবাড়ীয়া বাজারে একটি দোকান ঘরে কার্যক্রম পরিচালিত হয়ে আসলেও অফিসে নেই কোন আসবাবপত্র। প্রয়োজনীয় কাগজপত্র অফিসের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে অরক্ষিত অবস্হায় পড়ে আছে।এছাড়াও অফিস টি দীর্ঘদিন ধরে পদ শূন্যতায় ভুগছে।এ অফিস টিতে সাব পোস্ট মাস্টার সহ ৫ জন লোক থাকার কথা থাকলেও আছে শুধু ১ জন সাব পোস্ট মাস্টার।বাকী ৪ টি পদ যথাক্রমে পোস্টম্যান,প্যাকারম্যান,রানার ও নাইটগার্ড  দীর্ঘ দিন ধরে খালী পড়ে আছে।ফলে পোষ্ট অফিসের যাবতীয় কাজ সাব পোস্ট মাস্টার আবুল বশর কে একাই সামলাতে হয় ।এতে করে সাব পোস্ট অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।অন্য দিকে এলাকাবাসী ডাক সেবা থেকেও বঞ্চিত হচ্ছে।এ বিষয়ে সাব পোস্ট মাস্টার আবুল বশর বলেন একজন পোস্ট ম্যান  উপজেলার ভাটিয়ারী থেকে এসে সাপ্তাহে রবি ও বুধবার দুই দিন চিঠি বিলির কাজ টা করলেও বাকী সময়ে আমাকে করতে হয়।এ সাব পোস্ট অফিসে এক সময় বাংলাদেশ সঞ্চয় পত্র,পেনশন সঞ্চয় পত্র,তিন মাস অন্তর মুনাফা প্রকল্প,পারিবারিক সঞ্চয় পত্র,৩ বছর মেয়াদী প্রকল্প ও সাধারন হিসাব চালু থাকলেও বর্তমানে এ সাব পোস্ট অফিসে একমাত্র ডাক জীবন বীমা প্রকল্প ছাড়া উক্ত প্রকল্প গুলি বিভিন্ন সময়ে বন্ধ হয়ে গেছে।ফলে এলাকার সাধারণ জনগন ডাক বিভাগের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকার সচেতন মহল জনস্বার্থে সাব পোস্ট অফিসের নিজস্ব ভবন নির্মাণ,জনবল পুরনপূর্বক এলাকার জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ডাক কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD