আজ ২১/১২/২৫ইং সকাল ৯টার সময় অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াতের ইসলামের নায়েব আমীর ও তানোর গোদাগাড়ী সাবেক সংসদ সদস্য। তিনি মূত সাজিদ এর পিতা মাতাকে দেখতে সাজিদের পিতা মাতার বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে কইল হাটে যান।অধ্যাপক মজিবুর রহমান মূত সাজিদ এর পিতা মাতার সাথে দেখা করে তাদের শারীরিক খোঁজ খবর নেন। এরং বিভিন্ন পরামর্শ দেন।তিনি বলেন সবাইকে এই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে।তাই আল্লাহ তায়ালা প্রতি বিশ্বাস রাখতে হবে।এবং কোরআনে আইন অনুযায়ী জীবন যাপন করতে হবে।তিনি নিজ তহবিল থেকে মূত সাজিদ এর পিতা মাতাকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন।এবং এই পরিবার এর প্রতি খোঁজ খবর রাখবেন বলে জানান। এসমই উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামের তানোর উপজেলার আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন ও সেক্রেটারি ডি এম আক্কাস আলী। পাঁচন্দর ইউনিয়নর জামাতের আমীর মোঃ জুয়েল রানা। মাওলানা মোঃ সৈয়দ হাফজ আলী। মাওলানা মোঃ কাজী মিজানুর রহমান। মাওলানা মোঃ আমিনুল ইসলাম আমীর মুন্ডুমালা পৌরসভা।আরো উপস্থিত ছিলেন জামায়াতের নেতা কর্মীরা আপনারা জানেন রাজশাহী জেলার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কইল হাটের ২ বছরের শিশু সাজিদ গত ১১/১২/২৫ইং মায়ের সাথে বেড়াতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপ গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ৩২ ঘন্টা অভিজান চালিয়ে ৬০ ফিট গর্তের নিচ থেকে সাজিদ কে উদ্ধার করে তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হলে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসা সাজিদ কে মূত ঘোষণা করেন।
Devoloped By WOOHOSTBD